jamdani

কি সাজবেন বিয়েতে! মুখের গড়ন ও স্কিন টোন অনুযায়ী কিনুন গয়না

বিয়ের দিন কনে কেমন গয়না পরবেন, সেটি বেশ গুরুত্বপূর্ণ বিষয়। কনের জন্য গয়না বাছা বেশ ঝামেলার কাজ। আর এক-একজনের পছন্দ এক-একরকমের। সেখানে হয়তো কনের যে ডিজাইন পছন্দ, তা তাঁর বাড়ির লোকের খুব একটা পছন্দ নয়। আবার ব্যাপারটা উল্টোও হতে পারে। কনের গয়না যখন কিনবেন, তখন বাদবাকি বিষয়গুলির থেকেও যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, তা হল, কী দেখে কনের জন্য গয়না কিনবেন? কীভাবে কনের মুখের গড়ন অনুযায়ী গয়না কিনবেন, আজ তা নিয়েই রইল শপিং গাইড।

গোল মুখের গড়নের গয়না – যে সমস্ত কনের মুখের গড়ন গোল, তাঁরা বিয়ের আগে গয়না কেনার সময়ে খেয়াল রাখুন যে কেমন ডিজাইনের গয়না পরলে মুখটা খুব বেশি গোল দেখাবে না। এক্ষেত্রে লম্বা নেকলেস ও ঝোলানো দুল পরতে পারেন। খুব ভালো মানাবে।

চৌকো মুখের গড়নের গয়না – আপনার মুখের গড়ন যদি চৌকো হয়, তাহলে চোকার ডিজাইনের নেকলেস পরুন, সঙ্গে গোল কানপাশা বা স্টাড শেপের কানের দুল।

হার্ট শেপের মুখের গয়না – হার্ট শেপের মুখের গড়নে খুব ভাল লাগে টেম্পল ডিজাইনের গয়না। আবার ঝোলানো ঝুমকোও পরতে পারেন কানে এবং গলায় একটু ভারী রানিহার থাকলে ভালো দেখাবে। এর সঙ্গে চাইলে কুন্দনের সেটও পরতে পারেন।

ডিম্বাকৃতি মুখের গয়না – যাঁদের মুখের গড়ন ডিম্বাকৃতি, তাঁদের বিয়ের গয়না বাছাটা বেশ সহজ। নানা ডিজাইন নিয়ে পরীক্ষা চালাতে পারেন তাঁরা। চোকার পরতে পারেন, আবার একটু চওড়া হারও পরতে পারেন। অ্যাঙ্গুলার শেপের কানের দুল, শ্যান্ডেলিয়ার ডিজাইনের কানের দুল ভালো মানাবে তাঁদের।

ত্বকের রঙ অনুযায়ী বেছে নিন গয়না – আমাদের সবার গায়ের রঙ বা স্কিন টোন এক এক রকমের হয়। কারও গায়ের রঙ দুধে আলতা, তো আবার কেউ হয়তো কৃষ্ণকলি। এক-এক রকমের স্কিন টোন অনুযায়ী কিন্তু গয়না বাছলে বিয়ের দিন তা পরে দেখতে ভাল লাগবে। যাঁদের স্কিনটোন ওয়ার্ম তাঁরা যে ধরনের গয়না পরবেন, যাঁদের স্কিন টোন কুল তাঁদের কিন্তু সেরকম গয়না ভাল না-ও লাগতে পারে। বিয়ের দিন সোনার গয়না পরলেও, তার সঙ্গে অনেকেই কুন্দন বা অন্যান্য রঙিন রত্নখচিত গয়না পরতে পারেন।

ছবি- ইন্সটাগ্রাম, গুগল

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes