বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’জন মানুষ হলেন বর আর কনে। তবে কনের গুরুত্ব যেন আরও একটু বেশি থাকে। কনের শাড়ি, কনের গয়না… এগুলো নিয়ে চিন্তা ভাবনা একটু বেশিই হয়। আর বিয়ের সাজে প্রতিটা কনেকেই দেখতে অপূর্ব লাগে। এই যে কনেকে নানা ধরনের গয়না পরানো হয়, আপনি কী জানেন, এক-একটি গয়না পরানোর পিছনে রয়েছে এক-এক ধরনের কাহিনী?
কনের গয়নার মধ্যে টিকলি কিন্তু একটি গুরুত্বপূর্ণ গয়না। এক-একজনের মুখের গঠন বা আকারের সঙ্গে মানানসই করে নানা ডিজাইনের নানা মাপের টিকলি বিয়ের দিন পরা যেতে পারে। তবে, টিকলি পরার পিছনে যে কাহিনি বা কারণটি রয়েছে, তা বেশ ইন্টারেস্টিং। টিকলির সামনের দিকের যে অংশটি কনের কপালে এসে পড়ে, সেখানে আমাদের থার্ড আই বা আজ্ঞা চক্র রয়েছে এবং এই গয়নার স্পর্শে আমাদের এই চক্রটি জেগে ওঠে বলে অনেকে মনে করেন।
ঝুমকো, কানপাশা, শ্যান্ডেলিয়ার, চাঁদবালি অথবা অন্যান্য যে-কোনও ডিজাইনের হোক; কানের দুলও কনের বিয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ গয়না। কানের দুল পরানোর পিছনে যে কারণ রয়েছে তাতে আবার দু’ধরনের মত আছে। কারও মতে, কানের দুল আকুপ্রেশারের কাজে আসে; আবার এক দল মনে করেন, বিয়ের দিন যাতে কনের উপরে কারও নজর না লাগে, সেজন্য কানে বড় দুল পরানো হয়।
বড় গোল একটি নথ প্রতিটি কনেই বিয়ের দিন পরেন। আয়ুর্বেদ অনুযায়ী, বাঁ নাকে ফুটো করে নথ পরানো হলে তা নাকি পিরিয়ডসের কষ্ট এবং সন্তান জন্ম দেওয়ার কষ্ট অনেকটাই লাঘব করতে সাহায্য করে। আগেকার যুগে কুমারী মেয়েদের নাক ফুটো করে নথ পরিয়ে রাখা হত, বিয়ের পরে তাঁদের স্বামীরা যখন সেই নথ খুলতেন, তাতে নাকি বোঝা যেত যে, তাঁরা আর কুমারী নন। আবার অনেকে মনে করেন, কনের নথের মাপ দেখে বোঝা যায় যে, তাঁর হবু শ্বশুরবাড়ির অর্থনৈতিক অবস্থা কেমন!
সীতাহার থেকে শুরু করে চোকার বা রানিহার – যার যেমন সামর্থ্য সে অনুসারে নিজের মেয়েকে প্রতি মা-বাবাই তাঁর বিয়েতে এই গয়নাটি দেন। আবার হাতে চুড়ির গাছা ও একটি করে বালাও কনে পরেন বিয়ের দিন। গলার হার ও হাতের বালা গুরুত্বপূর্ণ গয়না হলেও এর পিছনে একটি অদ্ভুত ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে। বহুকাল আগে নাকি মহিলাদের কোনও পুরুষ বিয়ে করলে তাঁরা তাঁদের স্বামীর দাসত্ব গ্রহণ করতেন বলে ধারণা হতো। দাসত্বের বেড়ি-স্বরূপই নাকি গলার হার ও হাতের বালা পরানোর রীতি রয়েছে!
বিয়ের আংটি কেন অনামিকায় পরা হয় তা নিয়ে বলিউড আমাদের ছোটবেলাতেই একটা আজব কাহিনি শুনিয়ে দিয়েছে। বাঁ হাতের অনামিকার সঙ্গে নাকি আমাদের মনের সরাসরি যোগাযোগ রয়েছে একটি নার্ভের মধ্য দিয়ে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, মেয়েরা বিয়ের আংটি পরেন বাঁ হাতের অনামিকায় এবং পুরুষরা পরেন ডান হাতের অনামিকায়; তা হলে কী বিয়ের সঙ্গে পুরুষদের মনের কোনও যোগ নেই!
নূপুর পরে নতুন বউ যখন সারা বাড়িতে ঘুরে বেড়ান, তখন নাকি বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে, সঙ্গে সুখ-সমৃদ্ধিরও আগমন ঘটে। এ কারণেই বিয়ের কনেকে নূপুরও পরানো হয়।
ছবি- ইন্টারনেট
সন্দীপ মুখোপাধ্যায় - “নাম কী? থাকো কোথায়? কোন ক্লাস অবধি... Read More
লিপস্টিক আমার কাছে লিপস্টিক নয়। লিপস্টিক আমার কাছে প্রতীক। রং...
আমরা সবাই জানি যে ত্রিদেব বলতে ব্রহ্মাণ্ডের তিন প্রধান স্তম্ভকে...
নাতাশা স্নান সেরে এসছে। সারাটা ঘরই এখন গন্ধস্নান করছে। একই...
পুলিশের উর্দিটা তখনও গা থেকে খুলিনি, সুসময়ী বলল, “তােমার জন্য...
শাে তখন জমে উঠেছে। শীতের সন্ধে। গায়ে ছিল হালকা জ্যাকেট।...
চা আর প্রজাপতি বিস্কুট। খাবার মধ্যে এই। কিন্তু কথা ছিল...
রিশপের ছবিগুলাে সব ফেসবুকে আপলােড করার পর কম্পিউটারের সামনে থেকে...
সকাল বেলাটা আজকাল বিজনের বেশ সমস্যার। থিতু হয়ে প্রভাত উপভােগ...
লােকে ‘ব্যোমকেশ’ নামে ডাকেন। নতুন নামকরণ হয়েছে ‘সােনা দা। এদিকে...
আজও এই শহরের সরু অলি-গলি তাকে নস্ট্যালজিক করে তােলে। তাই...