jamdani

মাথায় মেরে ফাটানো হয় আস্ত নারকেল! এ কেমন রেওয়াজ!

অনেক তো রীতি-রেওয়াজের কথা শুনেছেন, মাথায় মেরে নারকেল ফাটানোর কথা শুনেছেন কখনও? শুনতে ভারি আদ্ভুত লাগলেও এমনটাই হয়। ফি বছর তামিল আদি মাসের ১৮ তারিখ তামিলনাড়ুর ‘কারুর’ জেলার মহালক্ষ্মী মন্দিরে এই অদ্ভুত উৎসবের রেওয়াজ আছে।

 

ওইদিন মহালক্ষ্মী মন্দিরে প্রায় শত শত মানুষ এসে ভিড় জমান। মন্দিরের দায়িত্বপ্রাপ্ত পুরোহিতদের থেকে কৃপার আশায় আগত ভক্তগণ পর পর সারিবদ্ধ হয়ে বসে পড়েন মন্দির চত্বরে। দেবীর আরাধনার পর সেই পুরোহিতরা একে একে ভক্তদের মাথায় নারকেল ফাটানোর চেষ্টা করেন। সেখানকার ভক্তদের দৃঢ় বিশ্বাস- মাথায় নারকেল ফাটানোর এই বিষয়টি তাদের জীবনে এনে দেবে অপার সৌভাগ্য। তবে এই রেওয়াজ নিয়ে রয়েছে বেশ কিছু কাহিনিও, যেগুলি তামিলনাড়ুর স্থানীয়দের মুখে মুখে প্রচলিত।

বলা হয়, ভারত যখন ইংরেজ শাসনের আওতায় ছিল, তখন ব্রিটিশ প্রশাসন এই মহালক্ষ্মী মন্দির ভেঙে তার উপর দিয়ে রেল লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে স্থানীয়রা কোনওভাবেই বিষয়টি না মেনে তীব্র আপত্তি জানায়। মন্দির ঘিরে স্থানীয়দের এমন ভক্তি ও ভালোবাসা দেখে অবাক হয় ব্রিটিশ প্রশাসন। তাদের ভক্তির পরীক্ষা নিতেই ব্রিটিশ শাসকরা একটি অদ্ভুত প্রতিযোগিতা ঘোষণা করেছিল। তাদের দাবি ছিল – যদি ভক্তরা তাদের মাথার সাহায্যে পাথর ভাঙতে পারে। তবে এই মন্দির আর ভাঙা হবে না। অনেকের মতে, সেই পাথর ভাঙাই আজকের নারকেল ফাটানোর রেওয়াজে পরিণত হয়েছে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes