jamdani

ফের নক্ষত্রপতন, মারা গেলেন ব্ল্যাক প্যান্থার ‘চাডউইক বোসম্যান’

২৯ আগস্ট : ব্ল্যাক প্যান্থার খ্যাত চাডউইক বোসম্যান মারা গেলেন ক্যান্সারে। বিগত চার বছর ধরে ভুগছিলেন ক্যান্সারে। তবুও চালিয়ে গিয়েছিলেন শুটিং। অসংখ্য সার্জারি, কেমোথেরাপি তার শুটিং-এ ফাঁক রাখেনি এতটুকু।

চাডউইক আক্রান্ত হয়েছিলেন কোলন ক্যান্সারে। বয়স হয়েছিল ৪৩। মার্ভেল-এ অভিনয় করবার আগে জ্যাকি রবিনসন এবং জেমস ব্রাউনের ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন সবার। এরপর আসে ব্ল্যাক প্যান্থার, সম্রাট টি চালার ভূমিকায় অভিনয়, তাঁকে বিশ্বব্যাপী খ্যাতির শিরোনামে এনে দেয় রাতারাতি।

তার পরিবারের এক বিবৃতিতে জানা গিয়েছে, চার বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। অথচ একের পর এক ছবি করে গিয়েছেন। মার্শাল থেকে ৫ ব্লাডস, এরকম আরও ছবিতে ধরা পড়ে তার প্রতিভা। তাঁর শেষ ছবি মা রেইনিস ব্ল্যাক বটম। কখনও জনসমক্ষে আলোচনাও করেননি তাঁর অসুস্থতা নিয়ে। অসুস্থতা নিয়েও চালিয়ে গেছেন শুটিং।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes