jamdani

বিরাটের মুকুট নামিয়ে রাখার পরও সহাস্য অনুষ্কা

চাপ, চাপ থেকে মুক্তি এগুলো বোধহয় সেলিব্রিটিদেরই গুলে খাওয়া। আর সেই মানুষটি যদি রূপোলি পর্দার জগতের হন। আর অনুষ্কা শর্মা তাঁর ব্যতিক্রম হবেন কেন! একে নিজের জগত সামলানো তার উপর তারকা স্বামীর পাশে থাকা। বিরুষ্কা নামটা তো আর আকাশ থেকে পড়েনি! ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় সরে আসার ‘বিরাট সিদ্ধান্তের’ পর তাঁর মতো করেই হেসে মন্তব্য করেছেন অনুষ্কা। বিরাট অধিনায়ক হবার পর এম এস ধোনির সঙ্গে কিছু কথাবার্তার প্রসঙ্গ উঠে এসেছে অনুষ্কার বক্তব্যে। অনুষ্কার সহাস্য আন্তরিক মন্তব্য, সেদিন ধোনি বলেছিলেন, এবার কত তাড়াতাড়ি তোমার দাঁড়ি সাদা হতে থাকে সেটাই দেখার। যা শুনে ধোনি, বিরাট, অনুষ্কা সকলেই হেসেছিলেন। বিশ্ব ক্রিকেটে এমনকি বিনোদন সহ অন্যান্য দুনিয়াতেও আলোড়ন ফেলে দেওয়া এই মুকুট নামিয়ে রাখার সিদ্ধান্তের পর এরকম সহাস্য প্রতিক্রিয়া দেওয়া বোধহয় একমাত্র অনুষ্কার পক্ষেই সম্ভব। আসলে ভারতীয় ক্রিকেটের আঙিনায় অধিনায়ক সহ অধিনায়কের এই মেলবন্ধন চর্চিত ছিল ‘রব নে বনা দি জোড়ি’ হিসেবেই। কোহলি কিন্তু বরাবর তাঁর অগ্রজকে সম্বোধন করেছেন ‘মাই ক্যাপ্টেন’ বলেই। কার্যত সহাস্যেই এই কঠিন সিদ্ধান্ত বা নিঃশব্দ বিপ্লবকে স্বীকৃতি দিলেন অনুষ্কা।

 

স্বামীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ইন্সটাগ্রামে লম্বা পোস্ট করেছেন অনুষ্কাও। সিনে দুনিয়ার অনেক তারকার প্রশংসা ছাড়াও উল্লেখযোগ্যভাবে বিরাট কোহলির দিদি ভাবনা কোহলি অনুষ্কার পাশে দাঁড়িয়ে বলেছেন,’জীবন সঙ্গীর থেকে বেশি নিখুঁত ভাবে আর কেই বা বলতে পারে’।  এই জন্যেই তো বিরুষ্কা, এই জন্যেই তো রব নে বনা দি জোড়ি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes