jamdani

প্রয়াত বাংলার বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়

বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় প্রয়াত। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার মুম্বইয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তারই সঙ্গে ফুসফুসে ধরা পড়েছিল ফাইব্রোসিস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীর সঙ্গে তিনি স্ক্রিন ভাগ করেছেন। সেই সময়ের অনেক নামী পরিচালকের সঙ্গে কাজ করেন অমরনাথ মুখোপাধ্যায়। ‘মৌচাক’, ‘বসন্তবিলাপ’-এর মতো বাংলার কালজয়ী ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে থাকবে। খলচরিত্র থেকে চরিত্রাভিনয়-সব ধরনের চরিত্রে তাঁকে পর্দায় পাওয়া যায়। শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও কাজ করেন তিনি। বাংলা-হিন্দি সিনেমার মতো দুই মাধ্যমের টেলিভিশনেও তিনি কাজ করেন। তাঁকে শেষ দেখা যায় তরুণ মজুমদারের ছবি ‘আলো’-তে।

বর্ষীয়ান অভিনেতার প্রয়ানের খবর ফেসবুক পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ক্যাপশনে প্রণাম জানিয়ে তিনি লিখেছেন, “অমরনাথকাকু ভালো থেকো অন্য পৃথিবীতে। তোমার নম্বরটা থেকে যাক আমার মুঠোফোনে”। জয়জিৎ-এর পোস্টের মন্তব্য বাক্সে অনুরাগীরা অমরনাথ মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেছেন। এত বড় মাপের একজন অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সিনেমা জগত।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes