আসছে বিয়ের মরশুম। বিয়ের পার্টিতে হোক বা কোনও অনুষ্ঠান, সেখানে ঢাউস ব্যাগ নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না৷ তাই এই ধরনের অনুষ্ঠানে ক্লাচ ব্যাগের ব্যবহার চলে আসছে অনেকদিন থেকেই। নানান ধরণের ক্লাচ ব্যাগ পাওয়া যায়। তবে ইদানিংকালে সেই ট্রেন্ডে নতুন ও জনপ্রিয় সংযোজন বেনারসি ক্লাচ ব্যাগ৷ শুধু বিয়ের অনুষ্ঠানে যারা আসবেন তারাই নয়, কনের পছন্দের তালিকায় এই ব্যাগ রাখা যেতেই পারে। কনের বিশেষ পোশাকের সঙ্গে মানানসই বেনারসি ক্লাচ ব্যাগ টোটাল লুকে অন্য মাত্রা যোগ করবে৷
বেনারসি ফ্যাব্রিকের মধ্যেই একটা আলাদা আভিজাত্যপূর্ণ আঙ্গিক রয়েছে৷ তবে শুধু যে খুব ঝা চকচকে পোশাকের সঙ্গেই এই ব্যাগ মানাবে তা নয়৷ একটু হালকা রঙের শাড়ির সঙ্গেও উজ্জ্বল বেনারসি ক্লাচ ব্যাগ চোখ টানবে৷ আর যদি পোশাকের রঙ উজ্জ্বল হয় তবে কনট্রাস্ট রঙের বেনারসি ক্লাচ নেওয়া যেতে পারে।
তবে এটা ভাববেন না শুধু শাড়ির সঙ্গেই এই ব্যাগ নেওয়া যাবে। কুর্তি বা লং জ্যাকেটের সঙ্গেও বেছে নিতে পারলে দিব্যি মানানসই হবে এই ব্যাগ। মোটের ওপর ঠিকঠাক টিম-আপ করতে পারলে বেনারসি ক্লাচ ব্যাগ কিন্তু আভিজাত্যের স্টেটমেন্ট বহন করবে।
কাজ হােক কিংবা সাজ, মা ও মেয়ের ভারী সুন্দর বন্ডিং।... Read More
গরমের দিনের পােশাকে হালকা মেটেরিয়াল অথবা প্যাস্টেল শেডস, দু’টিরই চাহিদা... Read More
দুর্গা পুজো মানেই বাঙালির ফেস্টিভ সিজন শুরু হয়ে যাওয়া। এরপরই... Read More
একটা চশমা বা সানগ্লাস আপনার মুখমণ্ডলে আনতে পারে উল্লেখযোগ্য পরিবর্তন।... Read More
[caption id="attachment_3054" align="aligncenter" width="640"] ছেলে: অ্যাসিমেট্রিক এন্ডের বন্ধগলায়... Read More
বিয়ের দিন সব মেয়েই চায় তাকে যেন এলিগ্যান্ট দেখায়। আর... Read More
বলিউড থেকে হলিউড সবেতেই ডিজাইনার সব্যসাচীর ছোঁয়া। সম্প্রতী ২০২২-এ অনুষ্ঠিত... Read More