jamdani

বিয়ের আগে জানুন মেকআপ ফিক্সের পদ্ধতিগুলি

বিয়ের মেকআপ শুধু সুন্দর আর নিখুঁত হলেই হবে না, হতে হবে লং লাস্টিং। কারণ মেকআপ চেহারার খুঁত ঢাকা ছাড়াও মুখের বেস্ট ফিচারসগুলোকে করবে সঠিকভাবে হাইলাইট।

রইল গুরুত্বপূর্ণ কিছু মেকআপ ফিক্সেস টিপসঃ

  • ত্বক যত ময়েশ্চারাইজড এবং হেলদি হবে, মেকআপ তত ভালোভাবে বসবে। তাই ত্বককে সব সময় হাইড্রেটেড রাখুন।
  • মেকআপ শুরুর আগে স্কিনের টাইপ অনুযায়ী প্রাইমার ব্যবহার করুন। মেকআপের লংজিভিটি বাড়াতে এই স্টেপ ভীষণ জরুরি।
  • ফাউন্ডেশন বা অন্য কোনও বেস মেকআপ প্রোডাক্ট কখনওই অনেকটা মোটা করে ত্বকে লাগাবেন না। নির্ভর করুন লেয়ারিং-এ। তবে খেয়াল রাখবেন, প্রতিটি লেয়ারই যেন পাতলা হয়।
  • কোনও প্রোডাক্টের লেয়ার লাগানোর পর সেটা ভালোভাবে বসে যাওয়ার পরেই পরবর্তী লেয়ার লাগাবেন।

 

 

  • অবশ্যই ব্যবহার করুন ওয়াটার প্রুফ মাসকারা। ক্লাম্পিং বা স্পাইডার ল্যাসেস থেকে বাঁচতে মাসকারাও লাগান লেয়ারিং পদ্ধতিতে। মাসকারা লাগানোর আগে ঈষদুষ্ণ জলে টিস্যু ভিজিয়ে মাসকারা ব্রাশটি পরিষ্কার করে নিন, যাতে ব্রাশে অতিরিক্ত মাসকারা লেগে না থাকে।
  • ডার্ক কালার দিয়ে লিপ-লাইনিং এখন আউট অফ ট্রেন্ড। ঠোঁটের স্বাভাবিক কন্টোর অনুযায়ী লিপ স্টেন ব্যবহার করুন আঙুল বা ব্রাশ দিয়ে।
  • কমপ্লেকশন এনহ্যান্স করতে আর চেহারায় ন্যাচারাল গ্লো আনতে ব্লাশারের পরিবর্তে ব্যবহার করুন ‘সির চিক জেল’। জেলের কালার টোন যেন আপনার কমপ্লেকশন এবং ওয়েডিং আউটফিট দুটোকেই কমপ্লিমেন্ট করে।
  • বিয়ের মেকআপের সময় খেয়াল রাখুন যেন মুখ, গলা, পিঠ, কাঁধ এবং হাতের কালার টোন যেন একই থাকে। কলার-বোন, শোল্ডার বা পিঠেও ব্যবহার করতে পারেন জেল সিমার।
  • ব্রাইডাল লুকে আরও গ্ল্যামার আনতে নকল আইল্যাশের ওপর ব্রোঞ্জ বা হলুদ-গোল্ডেন পিগমেন্টের ব্যবহার এখন লেটেস্ট ট্রেন্ড। এতে পুরো মেকআপে একটা ক্লাসি পরিবর্তন আনা যায় খুব দ্রুত। তবে বিয়ের দিনের মেকআপে কোনও কিছু নতুন ট্রাই না করাই ভালো। তাই আইল্যাশে গোল্ডেন পিগমেন্ট ব্যবহার করতে চাইলে ট্রাই করে দেখুন বিয়ের আগেই।
  • মেকআপের শেষ ধাপে অবশ্যই ব্যবহার করুন ট্রান্সলুসেন্ট পাউডার। এতে মেকআপের ক্রিজিং কমবে এবং অনেকক্ষণ স্থায়ি থাকবে। তবে ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করতে হবে পরিমিতভাবে। নইলে মেকআপের ন্যাচারাল ডিউই-ভাব নষ্ট হতে পারে।
  • ব্রাইডাল মেকআপ শেষ করুন সেটিং স্প্রে দিয়ে। সেটিং স্প্রে মেকআপের ফ্রেশ লুক ধরে রাখে এবং স্থায়িত্ব বাড়ায়।

 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes