jamdani

আন্তর্জাতিক নারী দিবসে আর্থিকভাবে সাবলম্বী হয়ে উঠুন, জেনে নিন মহিলাদের সেরা ৬টি পেশা

আজ ৮ই মার্চ! আন্তর্জাতিক নারী দিবস। নারীরা আজ আর কোনও অংশেই পুরুষদের তুলনায় পিছিয়ে নেই। যে কোনও জায়গায় কাজের ক্ষেত্রেই নারীরা নিজেদের সেরা প্রমাণ করার অবকাশ ছাড়েননি। সরকারি হোক বা বেসরকারি, মহিলা কর্মীরা সব ক্ষেত্রেই কিস্তিমাত করেছেন। বর্তমানে ভারতে কোন কোন পেশায় মহিলাদের প্রতিষ্ঠিত হওয়ার সবচেয়ে ভালো সুযোগ রয়েছে জেনে নিন সেগুলি-

শিক্ষকতা
মহিলাদের সেরা জীবিকার মধ্যে শিক্ষকতা সবসময়ই অন্যতম। জুনিয়র শিক্ষকতা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকতা, অধ্যাপনা করা যায়। এছাড়াও অনলাইনে শিক্ষকতাও বহু মহিলাদের পছন্দের তালিকায় রয়েছে। এছাড়া অনলাইনে নাচ, গান কিংবা অন্যান্য ধরনের শিক্ষকতা করারও সুযোগ রয়েছে।

হিউম্যান রিসোর্স
বর্তমানে হিউম্যান রিসোর্স পেশাটি একটি অন্যতম পছন্দের জীবিকা। যার জন্য থাকতে হবে কথার বলার দক্ষতা। যে কোনও প্রতিষ্ঠানেরই একজন দক্ষ হিউম্যান রিসোর্সের কদর রয়েছে। হিউম্যান রিসোর্স বা এইচআরের কাঁধে কোম্পানিতে নতুন প্রার্থীদের নিয়োগ, ইন্টারভিউ সহ বিভিন্ন কাজের দায়িত্ব থাকে।

চিকিৎসা
মহিলারা এখন চিকিৎসাক্ষেত্রে উন্নতি করছেন। ডাক্তার, নার্স কিংবা চিকিৎসার অন্যান্য কাজের সঙ্গেও মহিলারা যুক্ত থাকতে পারেন। সরকারী বা বেসরকারী যে কোনও হাসপাতালেই নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া ফার্মেসি কিংবা ডায়াগনস্টিক পেশা হিসেবে নির্বাচিত করতে পারেন।

ডায়েটিশিয়ান
বর্তমানে ডায়েটিশিয়ান পেশার খুবই চাহিদা রয়েছে। স্বাস্থ্যের উন্নতির জন্য সঠিক ডায়েট প্ল্যান করে দিয়ে সাহায্য করেন ডায়েটিশিয়ানরা। যে কোনও শারীরিক অসুস্থতায় স্বাস্থ্যের উন্নতির জন্য সুষম ও পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দেন।

ফ্যাশন ডিজাইনিং
মহিলাদের জন্যে জনপ্রিয় এবং উচ্চ বেতনের চাকরি হল ফ্যাশন ডিজাইনিং। এক্ষেত্রে মহিলাদের পোশাকের আকৃতি, রঙ, নকশা, পোশাকের বিশেষ ডিজাইন ইত্যাদি তৈরি করতে হয়। খুব গ্ল্যামারাস এই পেশায় মহিলাদের উন্নতির সুযোগও রয়েছে অনেক।

মেকআপ আর্টিস্ট
মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট আর বিউটি আর্টিস্টদের চাহিদা এখন উর্ধ্বমুখী। বহু মহিলাই এখন এই পেশায় উন্নতি করেছেন। সঠিক ট্রেনিং ও অভিজ্ঞতাসম্পন্ন মহিলারা এই কাজে সাফল্য পেতে পারেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes