গায়ে মাখার তেল আর মুখে মাখার ক্রিম- এই সহজ পার্থক্যের মাঝের দাগটা এখন অনেকটাই মলিন। মুখের সেনসিটিভ ত্বকের কেয়ারে ফেসিয়াল অয়েলের যথাযথ ব্যবহার হয়ে উঠতে পারে ‘দি রিয়েল গেম চেঞ্জার’। তাই হবু বউয়ের স্কিন কেয়ারে যোগ হোক ফেসিয়াল অয়েল, তবে সঠিক নিয়ম মেনে।
ফেসিয়াল অয়েল তিন রকমভাবে ত্বকের উপকার করেঃ
কোন বিউটি অয়েল কীভাবে ব্যবহার করবেন এবং ত্বক অনুযায়ী কোনটি ব্যবহার করলে ভালো ফল পাবেন, তাই নিয়ে রইল বিশেষজ্ঞদের পরামর্শ।
রোজহিপ অয়েলঃ
এই বিউটি অয়েলটি রিজেনারেটিভ প্রপার্টির জন্য সুপ্রসিদ্ধ। ত্বকের দাগ-ছোপ, প্রি-ম্যাচিওর এজিং-এর লক্ষণ নিরাময়ে এই অয়েল বিশেষ কার্যকরী। উচ্চ মাত্রায় ভিটামিন-এ ও ভিটামিন-সি ছাড়াও রোজহিপ অয়েলে রয়েছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড। যা যৌবনদীপ্ত ত্বকের জন্য অপরিহার্য।
এই তেল ব্যবহার করুন রোজ রাতে শোওয়ার আগে।
গ্রেপসিড অয়েলঃ
গ্রেপসিড তেলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা ৬ এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিড। এই বিশেষ ফেসিয়াল অয়েলটি সুপরিচিত এর ন্যাচারাল সান প্রটেকশন প্রপার্টির জন্যও।
এই তেল মাখা যেতে পারে সকালে, সানস্ক্রিন ব্যবহারের আগে। এটি ভীষণ ভালো মেকআপ বেসেরও কাজ করে।
হেম্প সিড অয়েলঃ
অ্যাকনে প্রোন স্কিনের যত্নে ব্যবহার করুন হেম্প সিড অয়েল। এই তেলের কমেডোজেনিক রেটিং শূন্য! তাই এই বিউটি অয়েল থেকে কখনওই অ্যাকনে বা পিম্পলের সমস্যা হওয়ার সম্ভবনা নেই। এতে রয়েছে ৮০ শতাংশ এসেনশিয়াল ফ্যাট ছাড়াও যথাযথ অনুপাতে ওমেগা ৩ এবং ৬ রকমের ফ্যাটি অ্যাসিড। যা ত্বককে নরম, গ্লোয়িং এবং হেলদি রাখে।
এই অয়েল ব্যবহার করতে হবে প্রতিদিন সকালে এবং বিকেলে।
মরিঙ্গা অয়েলঃ
এই তেল অ্যান্টি-অক্সিডেন্টের প্রাকৃতিক স্টোর হাউস। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন-এ এবং ভিটামিন-সি, যা ত্বককে ফ্রি র্যাডিক্যালস এবং পলিউশন থেকে রক্ষা করে। মরিঙ্গা অয়েল ত্বকে আনে দ্রুত ব্রাইটেনিং এফেক্ট।
দিনের যেকোনও সময়েই এই তেল ব্যবহার করা যায়।
কীভাবে ব্যবহার করবেন ফেসিয়াল অয়েলঃ
মনে রাখবেনঃ
বৈশাখী নার্গিস| সোশ্যাল ট্রেন্ডে এখন কী চলছে না চলছে সারাক্ষণ... Read More
জেট যুগে আমরা সবসময় ব্যস্ত। চাকরি বা লেখাপড়ার কারণে বাধ্যতামূলকভাবে...
রোজমেরি নামক গাছের ফুল ও পাতা থেকে রোজমেরি তেল তৈরি...
বিয়ের ২ দিন আগে করা হয় এই গ্লো বুস্টি এবং...
কলার প্যাক একটি পাকা কলার পেস্ট, ১ টেবল চামচ লেবুর...
চটজলদি ত্বকে ঔজ্জ্বল্য আনতে আর স্কিন টোন হালকা করতে একটুকরাে...
আজকাল কমবেশি সবাই মেকআপ করে। তবে এটা ঠিক মেকআপ করতে...
চিরুনি করার সঙ্গে সঙ্গেই উঠে যাচ্ছে চুল। পাতলা হয়ে আসছে...
মুখে দাগ ছােপ থাকলে কারই বা ভালাে লাগে। সবসময় একটা...
চুলে ভলিউম কে না চায়। চুলে শ্যাম্পু না করে চটজলদি...
বছর গড়াক, বয়স নয়। তাই বয়স ঠিক রাখতে মেনে চলুন...