jamdani

টাকের আমি টাকের তুমি

টাক থাকলে টাকা থাকুক না থাকুক, মনের ভেতরটা অবশ্যই ফাঁকা হয়ে যায়। আসলে কুঁচবরণ কন্যেই হোক কিংবা রাপুনজেল, রূপকথার গল্পে চুল নিয়ে ফ্যান্টাসি যেন একই সূত্রে বাঁধা। অর্থাৎ সব কালে ভালো চুলের আকাঙ্খা একই রকম। কিন্তু এই গতিময় জীবনে ক্রমবর্ধমান স্ট্রেস থাবা বসালে চুলের স্বাস্থ্য এবং সৌন্দর্য দুইই ফাঁকা হতে থাকে। চুল হালকা হতে হতে মাথায় টাক দৃশ্যমান হয়। তাই আপনাদের জন্য রইল কিছু ঘরোয়া টিপস।

  • চুলের জন্য এসেনশিয়াল অয়েল খুব উপকারী। হেয়ার ফলিকলগুলিকে নারিশ করে, চুলের বৃদ্ধিতে সহায়তা করে। আর চুলের ক্ষতিগ্রস্থ কিউটিকলগুলিকে মেরামত করে।
  • ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলের সাথে কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল মিশিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ৪-৫ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।
  • ব্যবহার করতে পারেন রোজমেরি এসেনশিয়াল। অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে হালকা হাতে স্ক্যাল্পে মাসাজ করুন ৫ মিনিট। ৪-৫ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং নতুন হেয়ার গ্রোথে উদ্দীপনা জোগায়।
  • একটি পাত্রে ডিমের সাদা অংশ আলাদা করে নিন এবং এতে ১ চামচ করে অলিভ অয়েল ও মধু মেশান। ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত অ্যাপ্লাই করুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।
  • কোকোনাট মিল্ক-এ থাকা প্রোটিন এবং প্রয়োজনীয় ফ্যাট হেয়ার গ্রোথ প্রোমোট করে এবং চুল পড়া প্রতিরোধ করে। মাঝারি সাইজের নারকেল গ্রেট করে নিন। একটি পাত্রে দিয়ে হালকা আঁচে বসিয়ে রাখুন। নিংড়ে নিন ও ঠান্ডা হয়ে এলে তাতে এক চামচ ক্রাশড ব্ল্যাক পিপার এবং ১ চামচ মেথি গুঁড়ো মেশান। স্ক্যাল্প এবং হেয়ারে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes