jamdani

Atrangi Re Trailer: ‘অক্ষয় না ধনুষ!

ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে সিনেমা হল, এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন অক্ষয় কুমার (Akshay Kumar)। কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পায় ‘সূর্যবংশী'(Sooryabanshi)। প্রায় একবছর আটমাস পর বলিউডের কোনও ছবি জায়গা করে নিয়েছে ১০০ কোটির ক্লাবে। এরপরই মুক্তি পায় তাঁর আগামী ছবি ‘পৃথ্বীরাজ’এর ট্রেলার। আর এই ছবিও রিলিজ করবে সিনেমা হলে। গতকাল মুক্তি পেল তাঁর আরও একটি ছবির ট্রেলার। ‘অতরঙ্গি রে'(Atrangi Re)। আনন্দ এল রাই পরিচালিত এই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।

এক মিষ্টি প্রেমের ছবি ‘অতরঙ্গি রে’। প্রেমের এই গল্পর শুরু থেকেই টুইস্ট। সারা আলি খানের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অপহরণ করে আনা হয় তামিল ছেলে ধনুষকে। তাঁর সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় সারার। এই বিয়ে কেউই মেনে নিতে পারেনি। দিল্লি এসে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেন তাঁরা। কারণ সে অন্য কাউকে ভালোবাসেন সারা, একুশ বার বাড়ি থেকে পালিয়েছে সে।

সব মিলিয়ে সারার চরিত্র বেশ বর্ণময়। কিন্তু দূরে সরে গিয়ে সে ভুলতে পারে না ধনুষকে। একদিকে সে ভালোবাসে জাদুকর অক্ষয়কে আবার অন্যদিকে সে ভালোবেসে ফেলে ধনুষকেও। একটা সময় ধনুষকেই সে প্রশ্ন করে, একসঙ্গে কি দুজনকে ভালোবাসতে পারে না একটা মেয়ে। আর সেই প্রশ্নের উত্তরে ধনুষ বলেন সেই একটা মেয়ে কি তাঁর কপালেই ছিল। সব মিলিয়ে মজায় মোড়া এক ত্রিকোণ প্রেমের গল্প বলে ‘অতরঙ্গী রে’।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes