jamdani

জানেন কি আমিরাতের ভাসমান বাড়িটির মূল্য!

এই বিশ্বে মানুষের বিচিত্র শখের শেষ নেই। তার সঙ্গে নেই কোনো বাঁধা ধরা নিয়ম। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য মাথা খাঁটিয়ে কাজও করে চলেছেন প্রকৌশলীরা। তার মধ্যে জলের নীচে হোটেল, রেস্তরাঁর খবর সকলেই জানেন।

তবে সাগরের নীল জলরাশির ওপর এক টুকরো ভাসমান বাড়ি ধনীদের খেয়াল মেটানোর জন্য তৈরি করেছে এক জাহাজ নির্মাতা।

আরব এমিরেটস-এর জাহাজ নির্মাতা সীগেট শিপইয়ার্ড ভাসমান ক্ষুদে রিসোর্ট ইউনিটই লঞ্চ করেছে। এটি বিশ্বের প্রথম ভাসমান ও পরিবেশ বান্ধব বাড়ি বলেও দাবি কোম্পানিটির। অবকাশ যাপনের জন্য তৈরি দ্বিতল এই ভাসমান বাড়িটিতে রয়েছে চারটি শয়নকক্ষ, প্রতিটিতেই আছে অ্যাটাচড বাথ ও বারান্দা। অন্যান্য সুবিধার মধ্যে আছে কাঁচে ঘেরা সুইমিং পুল, কিচেন ও লিভিং রুম।

প্রমোদ সফরে আসা অতিথিদের পরিচর্যাকারীও তো চাই, এমন পরিচারকদের থাকার জন্যও আছে আলাদা দুটি কক্ষ। স্বচ্ছ কাঁচের মেঝে যুক্ত এই বাড়ির মোট আয়তন ৯০০ বর্গমিটার। বিশেষ হাইড্রোলিক ইঞ্জিনের সাহায্যে ভাসমান এই স্থাপনাকে সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়।

এই বাড়িটির সবকিছুই সুক্ষ্মভাবে পরিচালনা করে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কম্পিউটার প্রোগ্রাম। ভেতরে ও বাইরে জীবাণু মুক্তকরণের জন্যেও এমন আরেকটি ব্যবস্থা আছে। ভাসমান বাড়ি সৌরশক্তি চালিত, রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য মিশ্রিত জল পরিশোধনের ব্যবস্থা।

১৫৬টি বিলাসবহুল স্যুইট ও সাধারণ কামরার একটি দৃষ্টিনন্দন হোটেল রয়েছে এতে। ১২টি ভাসমান আবাসন স্থাপনার সঙ্গে রয়েছে প্রথম বাড়িটি রাস আল খায়মাহ অঞ্চলের আল হামরা বন্দর থেকে সাগরে লঞ্চ করেছে সীগেট। একে নিয়ে যাওয়া হবে দুবাইয়ের অভিজাত এলাকা জুমেরিয়াহ’র উপকূলে, সেখানেই এটি স্থায়ীভাবে অবস্থান করবে।  ৮৭ কোটি দিরহাম মূল্যের প্রকল্পটির বাকি ইউনিট নিকট ভবিষ্যতে লঞ্চ করা হবে এবং ২০২৩ সালের প্রথম প্রান্তিকেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

সম্প্রতি লঞ্চ করা এই প্রথম ইউনিটটি কিনেছেন দুবাই-ভিত্তিক এক ব্যবসায়ী বালভিন্দার সাহানি। আবু সাবাহ নামেও পরিচিত এই ধনকুবের এরজন্য ২ কোটি দিরহাম বা ৪৬ কোটি টাকা দাম দিয়েছেন।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes