jamdani

আমূলের বাটারলি উইশ ‘বিরুষ্কার’ উদ্দেশ্যে

২৯ আগস্ট: বিরুষ্কার ঘর আলো করে আসছে নবজাতক। সেই খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তারকা দম্পতি। এই সুখবরে এবার আমূল ইন্ডিয়া শেয়ার করল তাঁদের ব্যানার। লেখা আছে ‘বাটার ফর বেটা অউর বেটি’। সকাল থেকে তাই এই আটারলি বাটারলি পোস্টে ছেয়ে আছে সোশ্যাল প্লাটফর্ম।

গত বৃহস্পতিবার এই আনন্দের খবর প্রকাশ্যে এনেছিলেন বিরুষ্কা। তারপর থেকেই অভিনন্দনের বন্যায় ভেসে গিয়েছেন এই তারকা দম্পতি। প্রীতি জিন্টা থেকে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কৃতী শ্যানন সবাই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।
অনুষ্কা শর্মাকে শেষবার ২০১৮ সালে জিরো ছবিতে দেখা গিয়েছে । তারপর থেকে ছবি প্রযোজনায় মনোনিবেশ করেছিলেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা সংস্থার শেষ ছবি বুলবুল। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই ছবি উচ্চপ্রশংসিত। এদিকে, করোনা আবহে সেই ফেব্রুয়ারি থেকে বন্ধ খেলজগত। যার আঁচ থেকে বাদ যায়নি ক্রিকেটও। সব কাটিয়ে প্রায় সাত মাস ২২ গজ থেকে দূরে থাকা ক্রিকেট দুনিয়া ফের ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলে মাঠে নামছে। এখন দেখার সেটাই কতটা করোনার আবহ থেকে সব কিছু বেরোতে পারে।

ছবি সৌজন্য- আমূল বাটার

 

View this post on Instagram

 

#Amul Topical: Virat and Anushka are expecting!

A post shared by Amul – The Taste of India (@amul_india) on

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes