jamdani

Amazing House- এ আজ Kaufimann Residence

বাড়ি মানেই কেবল মাথার উপর ছাদ নয়, বাড়ি মানে স্বপ্নের নির্মাণ। সুখ-দুঃখের একান্ত আশ্রয়। বাড়ি নিয়ে তাই অনেক রঙিন স্বপ্ন থাকে সবারই। তবে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া একরকম, আর বাড়ি নিয়ে বাড়াবাড়ি করা আর এক রকম। জানেন কি পৃথিবীতে এমন অনেক বাড়ি আছে যা স্বচক্ষে দেখলেও মনে হবে যেন স্বপ্ন।

Falling Water বা Kaufimann Residence রয়েছে প্রত্যন্ত পেনসিলভ্যানিয়া থেকে ৬৯ কিমি দক্ষিণে পিটর্সবার্গ-এ। বাড়িটি আসলে তৈরি করা হয়েছিল এক বিশিষ্ট দম্পতির নিরিবিলিতে ছুটির দিন কাটানোর জন্য। সবুজ প্রকৃতির কোলে চঞ্চল ঝর্নার আদলে বাড়িটির নির্মাতা হলেন এডগার জে কফম্যান। তার স্ত্রী লিলিয়ান কফম্যান-কে বাড়িটি উপহার দিয়েছিলেন তিনি। তৎকালীন বিশিষ্ট ব্যবসায়ী জে কফম্যান-এর এই মনোরম বাড়িটির ডিজাইন করেন আর্কিটেক্ট ফ্রাঙ্ক লয়েড রাইট। ১৯৩৫ সালে এই বাড়ি তৈরির কাজ সম্পন্ন হয়।

বাড়িটিকে দেখে আপাত দৃষ্টিতে আপনার মনে হবে পাহাড় বেয়ে নেমে আসছে সুন্দর ঝরনা। চারিদিকে সবুজ গাছ আর পাখিদের কলতান। আহা কী মনোরম দৃশ্য! কিন্তু এ যে কেবল ঝরনা নয়, আস্ত একটা বাড়ি তা আপনি বুঝবেন লক্ষ করলেই। ঝরনা-বাড়ির মধ্যেই রয়েছে কিচেন, টয়লেট, বেডরুম, ড্রইংরুম, ব্যালকনি সবই। মনোরম এই বাড়ি চাক্ষুষ দর্শনের জন্য প্রত্যন্ত পেনসিলভেনিয়ায় প্রতিবছর পাড়ি দেন প্রায় ১,২০,০০০ পর্যটক।

আপনি যদি এই বাড়ি দেখে ভাবেন ‘ইস! এমন বাড়ি যদি আমার হত? তাহলে আপনাকে ছোট্ট করে জানাই- ২০১৬ সালের আনুমানিক হিসাব অনুযায়ী এই বাড়ির মূল্য হতে পারে প্রায় ২.৭ মিলিয়ন ডলার। তবে পকেটে রেস্ত থাকলে এ বাড়ি আপনি ঘুরে দেখে আসতেই পারেন। নাই বা হল কেনা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes