jamdani

শবরীমালার ব্রত পালনে অজয়

এমনটা নয় যে তাঁর হাতে বিশেষ কাজ নেই। বরং বেশ কিছু উল্লেখযোগ্য আকর্ষণীয় স্ক্রিপ্ট তাঁর হাতে। কিন্তু মন চাইলে আটকায় কে! অজয় দেবগনের মন পড়ে রয়েছে কেরলের সবরীমালায়। আমরা সোজা বাংলায় যাকে ব্রতপালন বলি সবরীমালায় তাই হল, ‘মন্ডলা ব্রথম’। এই ব্রথম পালনের সময় কালো বস্ত্র যেমন একটা দিক তেমনই এই ৪১ দিনের ব্রত পালনের সময় চুল, দাড়ি এমনকি নখ কাটাও মানা। অজয় দেবগন কিন্তু অক্ষরে অক্ষরে সেটাও মেনে চলছেন।

অজয় আপাতত কেরালায়, মুম্বই-এ ফের কাজের জগতে ফিরতে আর বেশি দিন বাকি নেই বলেই শোনা যাচ্ছে। তবে অন্তর্জালের দুনিয়ায় ইতিমধ্যেই অজয়ের পুরোদস্তুর কালো পোশাকে ঢাকা দু-একটা ছবি ভাইরাল হয়েছে। তবে তিনি মুম্বইতে ফিরলেই খোলসা হবে কেনই বা তাঁর এই নয়া অবতারে আত্মপ্রকাশ আর কেন তিনি ছুটছিলেন সবরীমালা মন্দিরে। অবশ্য তিনি বা কাজল দুজনের মধ্যে কেউ যদি এ নিয়ে মুখ খলেন তবেই।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes