jamdani

শ্যাম্পু করার পর চুল চকচকে করতে চান ?

  • শ্যাম্পু করার আগের দিন রাতে গােটা চুলে ভালােভাবে তেল লাগানতার পরের দিন শ্যাম্পু করলে চুল নরম মােলায়েম চকচকে দেখায়তাছাড়া মাসাজের ফলে রক্ত সঞ্চালন ভাল হলে চুলও স্বাস্থ্যোজ্জ্বল দেখায়
  • শ্যাম্পু করার পর ১ মগ জলে ১টি লেবু মিশিয়ে দিনসেই মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে নিনশুকিয়ে গেলে চকচকে হবে
  • শ্যাম্পু করার পর চায়ের কড়া লিকার দিয়ে চুল ধুলেও চকচক করবে
  • ১ মগ জলে ২/৩ চামচ ভিনিগার মিশিয়ে, শ্যাম্পু করার পর সেই মিশ্রণটি দিয়ে চুল ধুলে দারুণভাবে চকচকে হয়
  • কাচা দুধে চিরুনি ভিজিয়ে আঁচড়ান। এতে চুল মসৃণ ও উজ্জ্বল হবে
  • এক চামচ ভিনিগার, এক চামচ ক্যাস্টর অয়েল, এক চামচ ব্রাহ্মী, এক চামচ শ্যাম্পু মিশিয়ে মাথায় লাগানআধঘন্টা বাদে শ্যাম্পু করে নিন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes