jamdani

এক সপ্তাহের মধ্যে আবার ওশানগেট-এর টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন!

১৮ জুন আটলান্টিক মহাসাগরে ডুব দিয়েছিল সাবমেরিন ‘টাইটান’। উদ্দেশ্য ছিল প্রায় ১১১ বছর আগের যুগের অন্যতম বিলাশবহুল জাহাজ ‘আরএমএস টাইটানিক’-এর ধ্বংসাবশেষ দেখতে যাওয়া। বর্তমানে নিউফাউন্ডল্যান্ড উপকূলের প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে সমুদ্রতল থেকে প্রায় সাড়ে ১২ হাজার ফুট গভীরে রয়েছে টাইটানিকের ধ্বংসাবশেষ। এই জায়গাটিকে বলা হয় ‘মিডনাইট জোন’। ১০০০ মিটার গভীরের থাকা এই জায়গাতে সূর্যের আলো পৌঁছোয় না। এলাকাটি পুরোপুরি অন্ধকার। শুধু সেখানে পৌঁছোতেই সময় লেগে যায় দুই ঘণ্টার বেশি।

৫ যাত্রী যাঁর মধ্যে ছিলেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, পাক ধনকুবের শাহজাদা দাউদ এবং তাঁর ছেলে সুলেমান, অভিযাত্রীদের গাইড তথা ফরাসি নৌসেনার প্রাক্তন অফিসার পল হেনরি নারজিওলেট ও ওশেনগেটের সিইও স্ককটন রাশ-দের নিয়ে সাবমেরিন ‘টাইটান’ জলে ডুব দেয়। তারপর কি পরিণতি তা আজ আর কারও জানতে বাকি নেই। ওশানগেট সংস্থার গাফিলতির জন্যই এই মর্মান্তিক দুর্ঘটনা বলে দাবি উঠেছে। কিন্তু এতো কিছুর পরও শিক্ষা হয়নি ওই মার্কিন সংস্থার। আবারও টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিয়েছে তাঁরা। আগামী বছর জুন মাসেই ফের বিপজ্জনক অভিযানের পরিকল্পনা করা হয়েছে সংস্থার তরফে।

মার্কিন উপকূলরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, সমুদ্রের নীচে তল্লাশির সময়ে বেশ কিছু দেহাংশ উদ্ধার হয়েছে। তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। আপাতত মার্কিন মেডিক্যাল বিভাগের আধিকারিকরা মৃতদেহের নমুনা খতিয়ে দেখবেন। পাশাপাশি খোঁজ মিলেছে ভেঙে যাওয়া সাবমেরিনটিরও। এর পরেই ওশানগেটের ওয়েবসাইটে দেখা গেল টাইটানিক অভিযানের বিজ্ঞাপন। যেখানে বলা হয়েছে, ২০২৪ সালের জুন মাসে পরপর দু’টি অভিযানের আয়োজন করতে চলেছে তাঁরা। ১২ থেকে ২০ জুন, ২১ থেকে ২৯ জুন ফের সমুদ্রে ডুব দেবে সাবমেরিন ‘টাইটান’।

সংস্থার তরফে দাবি করা হয়েছে, অভিযানের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ, যন্ত্রপাতি থেকে শুরু করে যাবতীয় সুবিধা দেওয়া হবে যাত্রীদের। মাথা পিছু ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার দিলেই এই অভিযানে যাওয়া যাবে। এই বিজ্ঞাপনের পরেই তুমুল সমালোচনার মুখে পড়েছে সংস্থা। জুন মাসে আটলান্টিক মহাসাগরের প্রাকৃতিক পরিবেশ খুবই বিপজ্জনক থাকে। তার জন্যই দুর্ঘটনাগ্রস্ত টাইটানিকের উদ্ধারকাজে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। তা সত্ত্বেও কেন এই সময়েই অভিযানের আয়োজন করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes