jamdani

নায়িকা সানি লিওনির পোশাকবাহক অনুরাগ কাশ্যপ!

২০২৩ সালে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটলেন সানি লিওনি। উপলক্ষ্য তাঁর সিনেমা ‘কেনেডি’। এই ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ। বুধবার মধ্যরাতে সেই সিনেমা প্রদর্শিত হল কান-এ। এই ছবি হাউজফুল হয়। সিনেমা প্রদর্শিত হওয়ার আগে রেড কার্পেট মাতালেন টিম ‘কেনেডি’।

‘কেনেডি’র প্রিমিয়ারে শ্যাম্পেইন রঙের গাউনে রেড কার্পেটে হাঁটতে গিয়ে পোশাক সামলাতে নাজেহাল নায়িকাকে সাহায্য করতে এগিয়ে এলেন খোদ পরিচালক। সেই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় ভাইরাল। কী রয়েছে ভিডিয়োতে? দেখা গিয়েছে প্রিমিয়ারে আলকচিত্রীদের ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে পোশাক সামলাতে হিমশিম খাচ্ছিলেন সানি লিওনি, আর তাঁর গাউন ধরেছেন অনুরাগ। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ, নিন্দাকে উপেক্ষা করে বরং অনুরাগীদের মন জয় করে নিলেন অনুরাগ।

 

শুধু সানিকে সাহায্যই নয়, বন্ধু-প্রযোজক বিক্রমাদিত্য মোতওয়ানির সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে অনুরাগের আলাপচারিতাও ভাইরাল হয়েছে। দুই পরিচালকের আড্ডা উঠে এসেছে পুরনো দিনের কথা। যা ভক্তদের সঙ্গে ভাগ করে পরিচালক বলেন, “২০১০ সালে যখন ‘উড়ান’ রিলিজ করেছিল, তখন বিক্রম গরিব ছিল। আর আজকে যখন ‘কেনেডি’ মুক্তি পেল, তখন আমি খুবই গরিব। ও তো তাও ‘জুবলি’ তৈরি করে টাকা কামিয়েছে”। এরপরই বিক্রমাদিত্যের দিকে তাকিয়ে অনুরাগ জিজ্ঞেস করেন, “কাল মদ খাওয়াবি”? অনুরাগের এহেন মিষ্টি আচরণে মুগ্ধ তাঁর ভক্তরা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes