jamdani

হৃদরোগে মৃত্যু সতীশের, জানালেন বন্ধু অনুপম খের

অভিনেতা সতীশ কৌশিক ভোর রাতে চলে গেলেন। অনুপম খের প্রিয় বন্ধুর মৃত্যুর খবর জানিয়েছেন সকালে। তিনি বলেছেন হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় সতীশের। সূত্রের খবর অনুযায়ী মৃত্যুর আগে তিনি ছিলেন দিল্লিতে।

আজ সকালে অনুপম খেরের টুইট থেকেই জানা যায় সতীশ কৌশিকের মৃত্যুর খবর। তিনি তাঁর প্রিয় বন্ধুর প্রয়াণের খবর আনেন প্রকাশ্যে। টুইটারে তিনি লেখেন, ‘আমি জানি মৃত্যুই জীবনের এক এবং অদ্বিতীয় সত্য। কিন্তু আমি কখনও ভাবিনি আমি আমার প্রিয় বন্ধুকে নিয়ে কখনও এমন কিছু লিখব। আমি বেঁচে থাকতে সতীশ কৌশিককে নিয়ে এমন কিছু লিখব ভাবিনি। ৪৫ বছরের বন্ধুত্ব হঠাৎই থেকে গেল। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।’

এরপর তিনি জানান যে,’ওর অস্বস্তি হচ্ছিল। তখন ও ড্রাইভারকে হলে ওকে নিয়ে হাসপাতালে যেতে। রাস্তায় যেতে যেতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় সতীশ। রাত ১টার দিকে ঘটনাটি ঘটে।’

সূত্রের খবর অনুযায়ী ভোট ৫.৩০ টায় তাঁর মরদেহ হাসপাতালে নিয়ে আসা হয়। পোস্ট মর্টেমের এর পর তাঁর মরদেহ মুম্বইতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

বয়স হয়েছিল ৬৭ বছর। দুঃখ প্রকাশ করলেন অনুপম, কঙ্গনা। কেবলমাত্র কমেডি অভিনেতা নয়, সতীশ কৌশিক ছিলেন একজন পরিচালক, চিত্রনাট্যকার এবং প্রযোজকও বটে। দুঁদে ভিলেনের চরিত্রেও তিনি ছিলেন অনবদ্য। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘রাম লাখান’, ‘সাজন চলে শশুরাল’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes