jamdani

ক্যালেন্ডারে চোখ বুলিয়ে চলো যাই

ধরুন ক্যালেন্ডারে শুক্রবার লাল দাগ, তারপরেই শনি-রবি, সুযোগটা কি হাতছাড়া করবেন? যেমন এপ্রিলে তো পোয়াবারো টানা চারদিন! তাই একটু ছুটি পাওয়া মানেই চলো যাই। জানলে খুশি হবেন, এবছরের ছুটির লিস্ট কিন্তু একটু বড়সরই হতে চলেছেকি, বুঝেলন না তাই তো? একটু সহজ করেই বলা যাক। ২০২২-এর ক্যালেন্ডার দীর্ঘ সপ্তাহান্তে ভরা। অর্থাৎ সহজেই পেয়ে যাবেন ২-৩ দিনের ছুটি। অদ্বিতীয়ার পক্ষ থেকে রইল সেই সমস্ত ছুটির হদিশ, আপনাদের জন্য। এক ঝলক দেখে আজই শুরু করে দিন প্ল্যানিং।

ফেব্রুয়ারি

  • ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ পড়েছে শনিবার। অর্থাৎ ২৭ তারিখ রবিবার। এবার যদি আপনি ২৮ ফেব্রুয়ারি (সোমবার) একদিনের ছুটি নেন, তাহলে এই মাসে চারদিন ব্যাপী ছুটি কাটাতে পারেন। কারণ মঙ্গলবার শিবরাত্রি। অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু ১ মার্চ পর্যন্ত ছুটি-ই ছুটি! বেড়িয়ে আসতে পারেন কাছে-পিঠে কোথাও।

মার্চ

  • ১৮ মার্চ (শুক্রবার) হোলি। হোলি থেকে শুরু করে সপ্তাহান্ত, প্ল্যান করতেই পারেন ৩ দিনের শর্ট ট্রিপ।   

এপ্রিল

  • এপ্রিল মাসেও চারদিনের ছুটি পেতে পারেন। কারণ ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) ডঃ বি.আর. আম্বেদকর-এর জন্মদিন। এর পরের দিন অর্থাৎ ১৫ এপ্রিল গুড ফ্রাইডে। বাকি রইল শনি ও রবিবার।  ১৩ তারিখ রাতের ট্রেনে চেপে বেড়িয়ে আসুন কোথাও।

মে

  • ১ তারিখ মে দিবস রবিবার। ২ মে (সোমবার) যদি ছুটি নেওয়া যায় তাহলে আপনি ৪ দিন টানা ছুটি উপভোগ করতে পারবেন। কারণ ৩০ এপ্রিল (শনিবার), ১ তারিখ রবিবার, ৩ মে (মঙ্গলবার) ঈদ-উল-ফিতর
  • এছাড়াও ১৪ মে (শনিবার) থেকে ১৬ মে (সোমবার) পর্যন্ত, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আপনি তিনদিন দীর্ঘ সপ্তাহান্ত পাবেন।

জুন

  • জুনে কোনও দীর্ঘ সাপ্তাহিক ছুটি নেই।

জুলাই

  • রথযাত্রা ১ জুলাই (শুক্রবার)। অর্থাৎ ১ থেকে ৩ জুলাই পর্যন্ত টানা তিনদিনের ছুটি পাচ্ছেন।

আগস্ট

  • এই মাসে যদি ১২ তারিখ (শুক্রবার) ছুটি নেন, তাহলে টানা ৫ দিনের ছুটি পেয়ে যাবেন। ক্যালেন্ডার অনুযায়ী ১১ আগস্ট (বৃহস্পতিবার) রাখি পূর্ণিমা, ১৩ তারিখ শনিবার, ১৪ তারিখ রবিবার এবং ১৫ তারিখ (সোমবার) স্বাধীনতা দিবস। অতিরিক্ত ছুটি না নিতে চাইলে ১৩ থেকে ১৫ তারিখ ৩ দিনের ছুটিও কাটাতে পারেন।
  • এছাড়াও ১৯ আগস্ট (শুক্রবার) জন্মাষ্টমী। এর পরের দু’দিন সপ্তাহান্ত। এক্ষেত্রেও টানা তিনদিনের ছুটি পাবেন।

সেপ্টেম্বর

  • এই মাসেও আপনি চারদিনের দীর্ঘ ছুটি চক আউট করতে পারেন। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ওনাম, ৯ সেপ্টেম্বর (শুক্রবার) ছুটি নিলে ১০ তারিখ শনি ও ১১ তারিখ রবিবার। চারদিন পর্যন্ত ছুটি কাটান

অক্টোবর

  • ৩ দিনের ছুটি পেতে পারেন ২২-২৪ অক্টোবর পর্যন্ত। ২২ অক্টোবর শনিবার, ২৩ তারিখ রবিবার এবং ২৪ তারিখ (সোমবার) দিওয়ালি উপলক্ষে ছুটি থাকে সর্বত্র। তাই তিনদিনের ছুটি উপভোগ করুন পরিবারের সঙ্গে।
  • এছাড়াও, দশেরা সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ ৫ অক্টোবর (বুধবার)। আপনি যদি ৩ দিনের ছুটি কাটাতে চান, তাহলে ৩-৪ অক্টোবর (সোম-মঙ্গলবার) বা ৬-৭ অক্টোবর (বৃহস্পতি-শুক্রবার) যেকোনোও দুই দিনের ছুটি বেছে নিতে পারেন।

নভেম্বর

  • গুরু নানক জয়ন্তী ৮ নভেম্বর (মঙ্গলবার)। আপনি ৭ নভেম্বর (সোমবার) ছুটি নিলে ৫ নভেম্বর শনিবার এবং ৬ নভেম্বর রবিবার। অর্থাৎ চারদিনের ছুটি আপনার জন্য প্রস্তুত।

ডিসেম্বর

  • বড়দিন রবিবার। একটা দিন কম ছুটি পেলেও আপনি যদি ২৩ ডিসেম্বর ছুটি নেন। তাহলে ২৩-২৫ তারিখ পর্যন্ত টানা তিনদিন ছুটি কাটাতে পারবেন।

কি, ক্যালেন্ডারে চোখ বুলিয়ে খুশি তো?

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes