jamdani

৮৩-র সেঞ্চুরি

রণবীর সিং-এর ৮৩ ছবিটি অবশেষে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করলো।

কবীর খান পরিচালিত ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের সেই অভিযানের পটভূমিতে তৈরি ‘৮৩ ২০২১এর দ্বিতীয় বলিউড রিলিজ যা ১০০ কোটির ব্যবসা করলো। এর ঠিক আগে অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’ ইতিমধ্যেই বক্স অফিসে ১৯৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

ছবিটির প্রমোশন থেকে শুরু করে যাবতীয় কার্যকলাপের সঙ্গে জড়িয়ে থেকে দীপিকা পাড়ুকোন, রণবীর দু’জনেই আপ্রাণ চেষ্টায় লেগে ছিলেন এই ছবির সাফল্য নিয়ে। কৃষ্ণমাচারি শ্রীকান্ত থেকে ৮৩র বিশ্বকাপ জয়ী টিমের বহু সদস্যই সক্রিয়ভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে এসেছিলেন এই ছবির প্রচারে, আর সেই দলের অধিনায়ক কপিল দেব নিখাঞ্জও সামনে এসে এই ছবির প্রমোশনাল ইভেন্টে নিজেকে সক্রিয় রেখেছেন। আর করবেন নাই বা কেন!

ছবির মূল চরিত্র তো তিনিই, যেখানে রণবীরকেই তাঁর ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে, আর দীপিকা রূপ দিয়েছেন তখনকার রোমি ভাটিয়ার চরিত্রে, যাকে আমরা এখন  রোমি দেব (কপিলের সহধর্মিণী) নামেই জানি। স্বাভাবিকভাবেই দীপিকা, রণবীরের এই ছবি নিয়ে জড়িয়ে থাকা, চিন্তা করাটা চোখে পড়ার মতো বেশি ছিল। অবশ্যই শুধু পরিচালক কবীর খান নয়, ফিল্ম ‘৮৩’র এই সেঞ্চুরি ক্লাবে প্রবেশের খবর অনেকটাই স্বস্তি এনেছে দীপিকা, রণবীরএর জন্যও।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes