jamdani

লর্ডসের মাঠে ইতিহাসের পুনরাবৃত্তি! ‘৮৩’ ট্রেলার কাঁপাচ্ছে সোশ্যাল ময়দান

সালটা ১৯৮৩। লর্ডসের মাঠে খেলা চলছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের। গ্যালারির দর্শক থেকে টিভির পর্দায় সবার চোখ তখন ‘হরিয়ানা হ্যারিকেন’-এর দিকে। সেদিন একটা ক্যাচেই বাজিমাত করেছিলেন কপিল দেব। তার আগে ড্রেসিং রুমে টিম মিটিংয়ে প্রতিটা মুহুর্তে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। টিম স্পিরিট বজায় রেখে ব্যাট-বল হাতে বাইশ গজ কাঁপানো। তারপর ভারতের জার্সি গায়ে বিশ্বজয়ের স্বাদ। রণবীর সিং অভিনীত ‘৮৩’ (83) ট্রেলার এবার সেই ধুলোমাখা স্মৃতিটাকেই আরও উসকে দিল যেন।

মঙ্গলবার বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার প্রকাশ পেল। কপিল দেবের ভূমিকায় রণবীর সিং, মদন লালের চরিত্রে হার্ডি সান্ধু এবং বলবিন্দর সান্ধু অবতারে ময়দান মাতাতে দেখা গেল অ্যামি বির্ককে। টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী। কপিল অর্ধাঙ্গিনী রোমি ভাটিয়ার চরিত্রেও সাবলীল দীপিকা পাড়ুকোন। ট্রেলারেই ইঙ্গিত মিলল ‘৮৩’ যে বক্স অফিস কাঁপাতে চলেছে।

দীপিকা-রণবীর ছাড়াও কবীর খান পরিচালিত ‘৮৩’ সিনেমায় অভিনয় করেছেন তাহির রাজ বসিন, জিভা, শাকিব সালিম, যতিন সরনা, চিরাগ পাতিল, দিঙ্কার শর্মা, নিশান্ত দাহিয়া, হার্ডি সন্ধু, সাহিল খট্টর, অ্যাম্মি বির্ক, আদিনাথ কোঠারে, ধৈর্য কারওয়া, আর বদ্রী এবং পঙ্কজ ত্রিপাঠী।

চুলের ছাঁট, গলার কালো সুতো, ভারতীয় ক্রিকেট টিমের সাদা জার্সি গায়ে, ঘন গোঁফ.. রণবীর সিং হুবহু কপিল দেব। দু’ বছর আগেই শুটিং হয়ে গিয়েছিল এই সিনেমার। মুভি রিলিজের কথা ছিল ২০২০ সালেই, কিন্তু বাদ সাধে করোনা। পিছিয়ে যায় ‘৮৩’ সিনেমার মুক্তি। শেষমেশ ট্রেলার মুক্তি পাওয়ায় দর্শকরা আনন্দিত। আগামী ডিসেম্বরে ২৪ তারিখ প্রেক্ষাগৃহে আসছে এই ছবি।  বড়দিনে বক্স অফিস কাঁপাবে ‘৮৩’ এই আশাই রাখছেন সকলেই।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes