jamdani

১৫ মিনিটের খেল!

যমজ সন্তান। দশ মিনিট, আট মিনিট বা ধরুন ১৫ মিনিটের এদিক ওদিক। হতেই পারে, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু সদ্যজাত দুই যমজের জন্মদিন আলাদা আলাদা? এমন কি বছরটাও আলাদা! বিজ্ঞান বলে, এরকম নাকি ২০ লাখে একটা হয়। হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে যেটা ঘটল তাতে তাজ্জব হলেও কিছু বলার নেই।

ফতিমা মাড্রিগাল এবং রবার্ট ট্রুজিলো দম্পতির নাম। নয়া বছরের প্রাক রাত ১১টা ৪৫ মিনিটে ওদের প্রথম পুত্র সন্তান আলফ্রাডো (নাম সম্ভবত আগেই ঠিক করা ছিল) পৃথিবীতে এলো। অর্থাৎ জন্মতারিখ ও সালঃ ৩১ শে ডিসেম্বর ২০২১। ঠিক ১৫ মিনিটের অপেক্ষা, ঘড়ির কাঁটা সবে মধ্যরাত ছুঁয়েছে জন্ম নিল ছোট্ট আলফ্রেডোর যমজ বোন আইলিন। জন্মতারিখ ও সালঃ ১লা জানুয়ারি ২০২২। ১৫ মিনিটের হেরফেরে বদলে গেল যমজের জন্মসাল! বড়ো জন ২০২১ আর ছোটটির ২০২২।

২০ লাখে একটাই বটে! যমজের এই জন্মবৃত্তান্ত জানিয়ে আর একটা তথ্য বলে দিই, বড়ো জনের ওজন ৬ পাউন্ড ১ আউন্স আর ছোট জনের ৫ পাউন্ড ১৪ আউন্স।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes