jamdani

‌নতুন ফিচার হোয়াটসঅ্যাপে ‘‌ডিস্যাপিয়ারিং মেসেজেস’‌

নতুন ফিচার আনছে হোয়াটস অ্যাপ। চাইলে ৭ দিন পরে মেসেজ মুছে দিতে পারবেন আপনি। এতে আপনার ফোনও খালি হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হবে মাত্র একটা ক্লিক-এ। হ্যাঁ ‘ডিস্যাপিয়ারিং মেসেজেস অপশনটি আসছে খুব শীঘ্রই। এক্ষেত্রে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট ডিলিট করা যাবে মুহুর্তেই। এর জন্য ‘অন’ করে রাখতে হবে একটি অপশন। এতে নতুন আসা মেসেজগুলো সাতদিন থাকবে। তারপর আপনাআপনি ডিস্যাপিয়ার হয়ে যাবে।
এই সুবিধাগুলি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড, আইওএস এবং লিনাক্সেতে চালু হবে চলতি মাসের শেষ থেকে। যদিও স্ন্যাপচ্যাট ও টেলিগ্রাম, এই দু’‌টি চ্যাটিং অ্যাপে এই ফিচারটি আগে থেকেই ছিল। কিন্তু স্ন্যাপচ্যাটে মেসেজ খোলার পরে তা আপনাআপনি উড়ে যায়। আলাদা করে কোনও অপশন নেই। ব্যক্তিগত স্ন্যাপের ক্ষেত্রে, ফেলে রাখা মেসেজ ৩০ দিন পরে মুছে যায়। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে না পড়া মেসেজ ২৪ ঘণ্টা পরে মুছে যায়। টেলিগ্রামে ব্যবহারকারীরা নিজে এই সময়সীমার সিদ্ধান্ত নিতে পারেন। ‌

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes