jamdani

‘‌দিল বেচারা’র রেকর্ড ভেঙে এগিয়ে অক্ষয়ের ‘‌লক্ষ্মী’

ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া ‘‌লক্ষ্মী’রেকর্ড ভেঙে এগিয়ে গেলো।‌‌ সোমবার ‘‌ডিজনি প্লাস হটস্টার’–এ মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত লক্ষ্মী। আর কয়েক ঘণ্টার মধ্যেই স্ট্রিমিং হওয়া প্ল্যাটফর্ম জানাল ভিউয়ারশিপে রেকর্ড করেছে বিতর্কিত এই ছবি। যা সুশান্ত সিং রাজপুতের অভিনীত শেষ ছবি ‘দিল বেচারা’র রেকর্ড ভেঙে দিয়েছে।

রাঘব লরেন্সের পরিচালনায় ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘‌কাঞ্চনা’–র এই রিমেকের বিরুদ্ধে হিন্দু দেবদেবী বিরোধী মনোভাবের অভিযোগ উঠেছিল। কর্ণী সেনা নাম বদলের দাবি জানিয়ে ছবির নির্মাতাদের আইনি চিঠি পাঠিয়েছিল। তাদের অভিযোগ, এই ছবির নামকরণের মধ্যে দিয়ে দেবী লক্ষ্মীর নাম ও মাহাত্ম্যের অবমাননা করা হয়েছে। ‌


ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে আছেন কিয়ারা আডবানি। এছাড়াও রয়েছেন শরদ কেলকার, রাজেশ শর্মা, আয়েশা রাজা মির্জা, তরুণ অরোরা, অশ্বিনী কলসেকার প্রমুখ। ছবিতে অক্ষয় কুমার দুটি চরিত্রে অভিনয় করেছেন। একজন হলো কিয়ারার প্রেমিক আসিফ এবং অপরজন রূপান্তরকামী লক্ষ্মী, এক ভূত যে প্রতিশোধ নিতে এসেছে।


কিন্তু অন্যদিকে দর্শকেরা নিরাশ। নেটদুনিয়ায় ছবিটির নিন্দায় মুখর সিনেমাপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে মিম। অনেকের বক্তব্য, রূপান্তরকামীদের প্রতি অমানবিকতা প্রকাশ পেয়েছে এই ছবিতে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes