jamdani

৬০ বছর পর্যন্ত এবার বিনামূল্যে পাবেন পিৎজা!

শিশুর জন্মের আগে থেকেই বাবা-মা তার নাম নিয়ে ভাবতে শুরু করেন। তাদের সন্তানের এমন একটি নাম দিতে চান যা খুব বেশি শোনা যায় না। তাদের শিশু যাতে একটি আলাদা পরিচয় পেতে পারে। এরকম অনেকেই ভাবেন না৷ তাদের মতে নাম যাই হোক না কেন, তাতে কী যায় আসে! তবে এই চিন্তা দূর করে দেওয়া যাক। কারণ আপনার বাচ্চার যদি এমন নাম দিতে পারেন যাতে তার নামের কারণে, সে একটা দুটো নয়, ৬০ বছরের জন্য বিনামূল্যে পিৎজা খেতে পারে সে৷ ঠিক যেমন ঘটল এই প্রতিযোগিতায়।

অস্ট্রেলিয়ায় এক দম্পতি তাদের সন্তানের নাম রেখেছিলেন একেবারে অন্য রকম। সন্তানের সেই নামই তাকে এই প্রতিযোগিতার বিজয়ী করেছে৷ এখন সংস্থাটি এই দম্পতিকে ২০৮০ পর্যন্ত পিৎজা দেবে বিনামূল্যে৷ অর্থাৎ পুরো ৬০ বছরের জন্য তারা এই পিৎজা খেতে পারবেন।

গোটা বিশ্বে পিৎজার জন্য বিখ্যাত ডোমিনোজ সংস্থা অস্ট্রেলিয়ায় এই দম্পতিকে জানিয়েছে যে তারা ৬০ বছরের জন্য বিনামূল্যে পিৎজা পাওয়ার শর্ত জিতেছে।

 

৬০ বছরের উদযাপনে ডমিনোজ তাদের ইনস্টাগ্রাম পোস্ট থেকে প্রতিযোগিতার ঘোষণা করেছিল। এই প্রতিযোগিতার শর্তটি হল যদি কারও সন্তান অস্ট্রেলিয়ায় ৯ ডিসেম্বর জন্মগ্রহণ করে এবং পিতামাতারা এর নাম Dominic বা Dominique রাখেন তবে তারা পরের ৬ দশক অর্থাত ৬০ বছর ধরে ডোমিনোজের পিৎজা নিখরচায় খেতে পারেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes