jamdani

২১ দিনের বিউটি রুটিন

ঘরবন্দি ২১ দিন। ওয়র্ক ফ্রম হোম, ঘরকন্নার কাজ সেরেও হাতে বেশ কিছুটা বাড়তি সময়। এই তো সুযোগ মনভরে রূপচর্চার। ওয়েব সিরিজ, মুভি ওয়াচিং, মিউজিক, লেটেস্ট কিংবা ক্লাসিক নভেল, এ সবের ফাঁকেই দিব্যি সেরে নিতে পারেন স্কিন বা হেয়ার কেয়ার। তবে এখন তো আর বাইরে বেরিয়ে উপকরণ কেনা যাবে না, আবার বাড়িতে মজুদ ভেজিটেবলস বা ফ্রুটস-এর লিমিটেড স্টক আনলিমিটেডলি খরচ করে ফেলারও উপায় নেই। তাই সামান্য কিছুতেই অসামান্য হয়ে ওঠার টিপস দিচ্ছেন কেয়া শেঠ। প্রতিদিন নতুন নতুন পরামর্শ পেতে চোখ রাখুন অদ্বিতীয়া পোর্টালে।

স্কিন কেয়ার

আজ প্রথম দিনঃ

  • আলুসেদ্ধ হয়েছে কি আজ বাড়িতে? তাহলে যে খোসাটা ছাড়িয়ে নিলেন সেটা ফেলবার আগে ব্যবহার করুন। হাত এবং পায়ের পাতায় ঘষুন। ট্যান রিমুভ করবে, স্কিন ঝকঝকে হয়ে উঠবে।
  • চায়ের লিকারে অল্প চিনি মিশিয়ে কনুই ও হাঁটুতে ঘষুন, যতক্ষণ না চিনি গলে যায়। সুন্দর হবে।
  • বাইরে বেরোচ্ছেন না বলে সানস্ক্রিন লাগানো বন্ধ করেছেন? ভুলেও এই কাজটি করবেন না।সূর্যরশ্মি কিন্তু আপনার ঘরেও প্রবেশ করে। এছাড়াও রান্নার তাপ থেকেও স্কিনের ক্ষতি হয়। সানস্ক্রিন মাস্ট।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes