jamdani

২১ দিনের বিউটি রুটিন

ঘরবন্দি ২১ দিন। ওয়র্ক ফ্রম হোম, ঘরকন্নার কাজ সেরেও হাতে বেশ কিছুটা বাড়তি সময়। এই তো সুযোগ মনভরে রূপচর্চার। ওয়েব সিরিজ, মুভি ওয়াচিং, মিউজিক, লেটেস্ট কিংবা ক্লাসিক নভেল, এ সবের ফাঁকেই দিব্যি সেরে নিতে পারেন স্কিন বা হেয়ার কেয়ার। তবে এখন তো আর বাইরে বেরিয়ে উপকরণ কেনা যাবে না, আবার বাড়িতে মজুদ ভেজিটেবলস বা ফ্রুটস-এর লিমিটেড স্টক আনলিমিটেডলি খরচ করে ফেলারও উপায় নেই। তাই সামান্য কিছুতেই অসামান্য হয়ে ওঠার টিপস দিচ্ছেন কেয়া শেঠ। প্রতিদিন নতুন নতুন পরামর্শ পেতে চোখ রাখুন অদ্বিতীয়া পোর্টালে।

আজ দ্বিতীয় দিনঃ

  • স্প্লিট এন্ডের সমস্যা? চুলের তলার দিকে ঘরে পাতা টক দই লাগিয়ে রাখুন স্নানের ৩০ মিনিট আগে। স্নানের সময় জল দিয়ে ধুয়ে ফেলুন বা শ্যাম্পু করে নিন।
  • আজকাল কিচেনে মেয়নিজ স্টকে থাকেই। রুক্ষ এবং ব্রেকেজ প্রবণ কার্লি চুল ম্যানেজেবল করতে শ্যাম্পু করার পর কন্ডিশনারের পরিবর্তে চুলে লাগান মেয়নিজ। ১৫ মিনিট রেখে অতিরিক্ত জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।
  • ড্যানড্রফ থেকে মুক্তি পেতে ২-৩টি কাঁচা আমলকি গ্রেট করে, রস ছেঁকে নিন। এতে ৩ চামচ মেথি পেস্ট মেশান। স্ক্যাল্পে লাগিয়ে রাখুন ৪৫ মিনিট। এরপর শ্যাম্পু করে নিন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes