jamdani

২১ দিনের বিউটি রুটিন

  • এখন বারবার সাবান দিয়ে হাত ধুতেই হচ্ছে আর তার ফলে হাত দু’টির অবস্থা করুণ। ড্রাই, খসখসে, চেনাই যাচ্ছে না নিজের হাতের পাতা। ভাতের ফ্যান ইষদুষ্ণ অবস্থায় হাতের পাতায় লাগিয়ে রাখুন ৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। উপকার মিলবে।
  • ৩ চা চামচ দুধের সরের সঙ্গে ১ চা চামচ মধু আর ১ চা চামচ ছোটো দানার চিনি ভালো করে মিশিয়ে নিন। স্নানের সময় সারা দেহ এটি দিয়ে স্ক্রাবিং করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে কোমল ও উজ্জ্বল ত্বক পাবেন।
  • ৪ চা চামচ আলুর রসের সঙ্গে একটি ভিটামিন E ক্যাপসুলের কন্টেন্ট মিশিয়ে চোখের তলায় হালকা হাতে মাসাজ করুন। বাকিটা আই প্যাডে দিয়ে চোখের ওপর রেখে ২০ মিনিট বিশ্রাম নিন। এখন যেহেতু একটু বেশিই ওয়েবসিরিজ দেখা হচ্ছে বা সোশাল মিডিয়া অবজার্ভ করা হচ্ছে তাই এসময় এটা খুব কার্যকরী হবে। রোজ করুন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes