jamdani

২১ দিনের বিউটি রুটিন

শীত চলে গেলেও এখনও পর্যন্ত ড্যান্ড্রফের সমস্যা কমে নি অনেকেরই। আসুন ঘরবন্দি থেকেই নামা যাক মোকাবিলায়।

  • নিমপাতার গুঁড়ো, ডিমের সাদা অংশ, মুলতানি মাটি, লেবুর রস মিশিয়ে মাখুন, ড্যানড্রফ কমবে।
  • পুদিনা পাতা ও পার্সলে পাতা একসঙ্গে সেদ্ধ করে সেই জলটা অ্যান্টি-ড্যানড্রফ হেয়ার টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।
  • সারারাত মেথি ভিজিয়ে রাখুন। পরের দিন সেই ভেজানো মেথি এবং জবাফুলের পাপড়ি একসঙ্গে গ্রাইন্ড করে নিন। এতে মেশান বাটারমিল্ক। মিশ্রণটি মাথার স্ক্যাল্পে লাগান। ড্যানড্রফ কমাতে প্যাকটি উপকারী।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes