jamdani

১৬ জন স্ত্রী, ১৫১টি সন্তান! ৬৬ বছরের এই বৃদ্ধর ইচ্ছে ১০০টি বিয়ে করা!

৬৬ বছর বয়সী বৃদ্ধ মিসহেক নয়নডোরো। জিম্বাবোয়ের এক প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন তিনি।  বর্তমানে তার সংসারে রয়েছে ১৬ জন স্ত্রী এবং ১৫১টি সন্তান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি এবং সংবাদ থেকে জানা যায়, এরপরও মিসহেক বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি চান ১০০ জন স্ত্রী এবং কমপক্ষে ১,০০০ সন্তানের সংসার তৈরি করতে!

জানা গেছে, একসময় সেনাবাহিনীতে ছিলেন। প্রাক্তন এই সেনাকর্মী এতগুলো স্ত্রী ও সন্তান নিয়ে ভালোই আছেন। মিসহেকের দাবি, এতগুলো সন্তান আসলে তার ঘরের অভাব দূর করতে সাহায্যই করে। আর তাঁর স্ত্রীরা রোজ  নতুন নতুন খাবার রান্না করে খাওয়ান। সবার রান্নার মধ্যে যারটা সবচেয়ে ভালো হয়, সেটাই খান মিসহেক। বাকিগুলো বাতিল বলে গণ্য হয়! আসলে রাজকীয় জীবন বোধহয় এরকমই হয়!

স্ত্রীদের নিয়ে তিনি সন্তুষ্ট, এতগুলো সতীন নিয়ে ঘর করা নিয়ে স্ত্রীদেরও তার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এইমুহুর্তে তার আরও দুই স্ত্রী সন্তানসম্ভবা,যার ফলে মিসহেকের ঘরে নতুন অতিথি আসতে দেরি নেই!

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes