jamdani

১০০র বেশি মৌমাছি নিয়ে ফোটোশুট অ্যাঞ্জেলিনা জোলির

সবসময়ই অন্যদের থেকে একটু বোল্ড, অন্যভাবে চলতে পছন্দ করেন অ্যাঞ্জেলিনা জোলি। এবারও তার ব্যতিক্রম ঘটল না। টানা ১৮ মিনিট গায়ে মৌমাছি নিয়ে ফোটোশুট করলেন অ্যাঞ্জেলিনা। প্রকৃতি সম্বন্ধে সচেতনতার প্রচারেই তার এই উদ্যোগ।

বিশ্ব মৌমাছি দিবস-এ মৌমাছির গুরুত্ব বোঝাতেই এই উপায় বেছে নিয়েছেন তিনি। কিন্তু এভাবে সম্ভব হলো কি করে? এতোগুলো মৌমাছির কামড় থেকে রক্ষা পেলেন কীভাবে?

তবে পুরো সংবাদ জানালেন ফোটোগ্রাফার ড্যান উইন্টারস। ড্যান নিজে একজন মৌমাছি সংগ্রাহক। এই শ্যুটে পুরো ব্যাপারটাই ছিল অ্যাঞ্জেলিনার নিরাপত্তা। কিন্তু ৪০ বছর আগে ফোটোগ্রাফার রিচার্ড অ্যাভেন্ডনের বিখ্যাত ছবি ‘বি-কিপার পোট্রেট’এর পথ বেছে নেন ড্যান।

View this post on Instagram

 

A post shared by Dan Winters (@danwintersphoto)

অ্যাঞ্জেলিনাকে বাদ দিয়ে সেটের বাকি সবাই স্যুট পড়েছিলেন। মৌমাছির দল যাতে অশান্ত না হয়ে যায় তাই ঘর অন্ধকার ছিল। যেখানে যেখানে মৌমাছি জমা হতে পারে সেখানে সেখানে ব্যবহার কড়া হয়েছিল ফেরোমেন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ। আর তাই মৌমাছি ঝাঁক বাঁধতে পারেনি। হুলও ফোটায়নি।

অ্যাঞ্জেলিনা ওই ১৮ মিনিট একটুও না নড়ে দাঁড়িয়েছিলেন স্থির। আর ওই অবস্থাতেই ড্যান  ছবি তুলে গিয়েছেন একের পর এক।এর সঙ্গে সঙ্গে মৌমাছি সংরক্ষণের জন্য বার্তাও দিয়েছেন তিনি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes