jamdani

হোম ডেকরে ফেং শুই এলিমেন্ট

হোম ডেকরে সঠিক ফেং শুই এলিমেন্ট ব্যবহার করলে কেবল বাসগৃহের সৌন্দর্যই বজায় থাকবে না, পরিবারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বাড়ি নির্মাণার জন্য বা নিজের বাড়িটিকে সুন্দর করে সাজানোর জন্য প্রচুর অর্থ খরচ হয়ে যায়। আবেগের বশে কষ্টের টাকা খরচ করার আগে জেনে নিন ফেং শুই এলিমেন্টের কথা। ফেং শুই মতে যে পাঁচটি এলিমেন্টের কথা বলা হয়েছে তার মধ্যে একটি হল ওয়াটার ফেং শুই এলিমেন্ট। আপনাদের জন্য থাকল ওয়াটার ফেং শুই এলিমেন্ট সম্পর্কে কিছু কথা।

ওয়েভি, ফ্লোইং এবং কার্ভড শেপের ঘর সাজানোর যে কোনও জিনিস ওয়াটার ফেং শুই এলিমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনি যখন হোম ডেকরের জন্য কিছু পছন্দ করছেন, তখন যদি খেয়াল রাখেন যে সেটি ওয়াটার এলিমেন্ট শেপ কিনা তাহলে আপনার ঘরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি।

  • ওয়াটার এলিমেন্ট ঘরের কোন কোণে রাখবেন

আপনার ঘরের তিনটি ফেং শুই এরিয়া সবথেকে ভাল এই এলিমেন্ট রাখার পক্ষে। নর্থ, সাউথ-ইস্ট ও ইস্ট দিকে ওয়াটার এলিমেন্ট রাখাটা সবথেকে বেশি ফলদায়ক।

  • ওয়াটার এলিমেন্ট ঘরের কোন কোণে রাখবেন না

১) সাউথ-ইস্ট

২) সাউথ-ওয়েস্ট

৩) ওয়েস্ট

৪) নর্থ-ওয়েস্ট

৫) নর্থ-ইস্ট

  • কী রাখবেন

নির্দিষ্ট কোণে ওয়াটার শেপ অর্থাৎ ওয়েভি, ফ্লোইং বা কার্ভড শেপের ফ্লাওয়ার ভাস, শো-পিস বা কর্নার র‍্যাক এই সমস্ত রাখতে পারেন।

  • কী ফল

হোম ডেকরে ওয়াটার ফেং শুই এলিমেন্ট রাখলে আপনার জীবনে শান্তি বজায় থাকবে। ওয়াটার এলিমেন্টের সঙ্গে আর্থ অ্যান্ড মেটাল এলিমেন্টও যদি রাখেন তাহলে আপনার বাসগৃহ সুখ শান্তিতে ভরে উঠবে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes