jamdani

হোক না শ্যামলা রঙ, ঝলমলে থাকুন আপনিও! জেনে নিন টিপস

পুরুষদের সৌন্দর্য ব্যাখ্যা করতে যেমন ‘টল-ডার্ক-হ্যান্ডসাম’ কথাটি প্রয়োগ করি, তেমনই মেয়েদের হায়ের রঙ শ্যামবর্ণ হলে আমরা কেউ কেউ ‘ব্ল্যাক বিউটি’ বলি। কিন্তু তার মধ্যে অন্য মর্মার্থ লুকিয়ে থাকে। সকাল থেকে রাত অবধি এই ‘ব্ল্যাক বিউটি’ মেয়েটি তার সৌন্দর্যের সবচেয়ে যে দিকটি নিয়ে চিন্তিত থাকে তা হল তার গায়ের রঙ। তবে এই চিন্তা দূর করতে নিয়মিত কিছু পরিচর্যা দরকার। তাঁদের ত্বকের জন্য রইল বিশেষ কিছু টিপস।

• আমাদের ত্বকের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হল ত্বকের পরিচ্ছন্নতা, ত্বক পরিষ্কার করতে ক্লিনজিং করা দরকার। প্রত্যেকদিন ক্লিনজিং করতে ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন। তারপর টোনার লাগিয়ে মুখে ময়েশ্চারাইজার লাগাবেন। এই যত্নের যেন কোনও ভুল না হয়।
• শুধু ফর্সা রঙের জন্য নয়। সকলেই রোদে বেরোনোর সময় সানস্ক্রিন লাগিয়ে ছাতা সঙ্গে নেবেন। শ্যামলা মেয়েদের একটি ভুল ধারণা থাকে, তাদের গায়ের রং রোদে আর কতই বা ক্ষতি করবে! এই ভাবনার বশবর্তী হয়ে তারা সানস্ক্রিন লাগিয়ে ছাতা সঙ্গে নেন না। এতে ট্যান বাড়তেই থাকে।
• ত্বকের প্রকৃতি জেনে প্রোডাক্ট ব্যবহার করা উচিত। যেমন, ড্রাই ত্বকের জন্য যে প্রোডাক্ট ব্যবহার করবেন, তৈলাক্ত ত্বকের জন্য তা চলবে না।
• শ্যামবর্ণের মেয়ের রোদে পোড়া ট্যান দূর করতে রোজ বাড়ি ফিরে মুখে, গলায় ও হাতে টম্যাটোর রস লাগান। শুকিয়ে গেলে আরও একবার লাগান। ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে এবং ট্যান চলে যাবে।
• গায়ের রং শ্যামলা হলে চুলও রাঙান, নিজেকে আরও স্টাইলিশ করে তুলুন।
• বেবি অয়েল ও নুন মিশিয়ে মুখে ঘষুন, যতক্ষণ না নুন গলে যায়।
• পরিমাণমতো মুসুর ডালের গুঁড়ো, ময়দা ও দই মিশিয়ে ঘষতে হবে, তারপরে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes