jamdani

হোক ‘নকল’, তবু অন্দরসজ্জায় কদর বাড়ছে এই ছাদের

বাড়ির ভেতর অথবা ঘরের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে চান। তাহলে নানা ধরণের ফলস্‌ সিলিং ট্রাই করতেই পারেন আপনি আপনার অন্দরসজ্জায়। তবে অনেকেরই অজানা থাকে বেশ কিছু বিষয় এর সম্পর্কে, যা হল এই ফলস্‌ সিলিং কত রকমের হয়। তা যদি একটু আপনার নখদর্পণে থাকে তাহলে বিষয়টা আরও সহজ হয়ে যায়। উপাদানের উপর নির্ভর করে ফলস্‌ সিলিং বসালে ঘরের আসবাবপত্র ঘরের রং, সব মিলিয়ে এক অভূতপূর্ব আবহের সৃষ্টি হয়ে থাকে। ফলস্‌ সিলিংয়ে আলোর বিন্যাসে ঘরের চেহারাও যায় বদলে।

কত রকমের ফলস্‌ সিলিং বাজারে লভ্য:

  • কাঠের ফলস্‌ সিলিং
  • ফাইবার নির্মিত ফলস্‌ সিলিং
  • ধাতব বা ধাতু নির্মিত ফলস্‌ সিলিং
  • কাচ নির্মিত ফলস্‌ সিলিং
  • পলিভিনাইল ক্লোরাইড নির্মিত ফলস্‌ সিলিং
  • ফেব্রিক ও সিন্থেটিক চামড়া নির্মিত ফলস্‌ সিলিং
  • জিপসাম নির্মিত ফলস্‌ সিলিং
  • প্লাস্টার অফ প্যারিস দ্বারা নির্মিত

এই ৮ ধরনের ফলস্‌ সিলিংয়ের মধ্যে থেকে আপনি আপনার পছন্দসই ডিজাইনটি বেছে নিন। এক এক ঘরের জন্য এক এক ধরনের ফলস্‌ সিলিংও আপনি ব্যবহার করতে পারেন। ঘরের রঙের সঙ্গে কন্ট্রাস্ট করে ফলস্‌ সিলিং লাগালে ঘরটির চেহারাই একেবারে বদলে যাবে। ফলস্‌ সিলিং ও ঘরের রঙের সঙ্গে মিলিয়ে আলোর বিন্যাস করে দিন ফলস্‌ সিলিং এর মধ্যে। আপনার ঘর এক নতুন রূপ পাবে, নিশ্চিত।

ধাতব ফলস্‌ সিলিংয়ের জন্য ঘরের আসবাবপত্রও ধাতব হলে বেশ মানানসই হবে ব্যাপারটা। আবার কাঠ নির্মিত ফলস্‌ সিলিং এর ক্ষেত্রে ঘরের আসবাবপত্র কাঠের হলে দেখতে সুন্দর লাগবে।

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes