jamdani

হােক সত্যের জয় : খুন নাকি আত্মহত্যা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দু’মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু আড়ালেই সত্য ঘটনা। খুন নাকি আত্মহত্যা? এই নিয়ে চাপানউতাের চলছিল সমস্ত মহলেই। উত্তাল ছিল সােশ্যাল মিড্যিাও। সারা দেশ তাকিযেছিল সুশান্তের মৃত্যু তদন্তে সুপ্রিম কোর্টের রায় নিযে। অবশেষে বুধবার সুপ্রিম কোর্ট সুশান্ত মামলার তদন্তভার তুলে দিলেন সিবিআইকে। আর তারপরই সােশ্যাল মিডিয়ায় সবার প্রতিক্রিয়া উঠে আসছে একের পর এক। 

বর্ষীয়ান অভিনেতা অনুপম খের লিখেছেন, জয় হে, জয় হে, জয় হােঅক্ষয়। কুমার লিখেছেন, ‘সত্যের জয় হােক’। কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘মানবতার জন্য এটি। এই প্রথম নিজেকে বেশ শক্তিশালী মনে হচ্ছে। এসএসআর-এর যােদ্ধাদের অভিনন্দন।’ এদিকে সুশান্তের দিদি ও তাঁর প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লােখান্ডে বলেছেন, সত্যের জয় সর্বত্রঅঙ্কিতা বরাবর বলে আসছেন, সুশান্ত আত্মহত্যা করতে পারে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর টুইটে জানিয়েছেন, ‘এবার সত্যের জয় হবে। ন্যায়বিচার কার্যকরী হবে অবশেষে।

 https://twitter.com/akshaykumar/status/1295964740296929281?s=20 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes