jamdani

‘হার্বাল মাস্ক’ পড়ে উত্তরপ্রদেশের এক সাধু, ভাইরাল

করোনার এই সময়ে মাস্ক আমাদের প্রয়োজনীয় সঙ্গী। এরমধ্যে মাস্ক নিয়ে বেশ কিছু ‘অদ্ভুত’ ঘটনাও ঘটেছে ভারতে। আর সেগুলো কখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেমন কেউ সোনা কিংবা রুপোর তৈরি মাস্ক পড়ে ভাইরাল হয়েছেন।আবার কখনও মাস্কের উপর দিয়েই নাকে নথ পরে ট্রেন্ডিং হয়েছেন বিয়েবাড়ির মহিলা। তবে সবকিছুর থেকে একদম আলাদা ‘হার্বাল মাস্ক’ পড়ে। অনেকেই বলেন ভারতীয়দের মতো ‘জুগাড়ু’ আর কেউ হতেই পারবে না। আর এইকথা যে অনেকটাই সত্য সেটা আবারও প্রমাণ করে দিলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি।

তাঁর পরনে রয়েছে গেরুয়া বেশবসন। উত্তরপ্রদেশের এই ‘বাবা’ হলেন আসলে এক সাধু। সারা দেশে যখন রাস্তাঘাটে বেরোলে দুটো মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে, সেই সময় তিনি ‘হার্বাল মাস্ক’ পরে বেরিয়েছেন। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যে ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো।

সাদা মোটা সুতো বা পাতলা দড়ি জাতীয় জিনিসের উপর নিম আর তুলসী পাতা দিয়ে ওই মাস্ক বানানো হয়েছে। টুইটারে এই ভিডিয়ো শেয়ার করেছেন আইপিএস অফিসার রূপেন শর্মা। ক্যাপশনে তিনি লিখেছেন, এই মাস্ক করোনা ঠেকাতে কতটা সাহায্য করবে জানা নেই’।

গেরুয়া বসন পরা বৃদ্ধ জানিয়েছেন তাঁর বয়স ৭২ বছর। তিনি বলেছেন, নিম এবং তুলসী পাতা বিভিন্ন রোগ নিরাময়ে কাজে লাগে। নিম আর তুলসী পাতা সুতোয় বেঁধেই মাস্ক তৈরি করেছেন তিনি। বৃদ্ধ এও বলেছেন যে আর পাঁচজন যে সার্জিকাল বা কাপড়ের মাস্ক ব্যবহার করছেন, তার তুলনায় এই হার্বাল মাস্ক অনেক বেশি উপকারি। করোনাকে ঠেকিয়ে রাখতে অভিনব হার্বাল মাস্ক বানিয়ে এখন নেট দুনিয়ায় ট্রেন্ডিং উত্তরপ্রদেশের সীতাপুর জেলার ‘বাবা’।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes