jamdani

হাত-পা উজ্জ্বল করার সহজ উপায়

মুখ উজ্জ্বল,কিন্তু এদিকে হাত-পায়ের অবস্থা খুব শোচনীয়! দেখতে একটু খারাপই লাগে তাই না? আপনার মুখের তুলনায় হাত পা যদি একটুখানি ফ্যাকাসে হয়ে থাকে,তাহলে নিশ্চয়ই বেশ লজ্জায় পড়ে যান মাঝে মাঝে? আর সবসময় নিশ্চয়ই ফুলহাতা জামা কাপড় পরে হাতদুটো কিংবা পুরো পা ঢাকা জুতো পরে পা দুটো ঢেকে রাখার চেষ্টা করেন! তবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই! কেননা আজ আমরা আপনাকে জানিয়ে দেবো আপনার প্রিয় মুখের মতই হাত পা উজ্জ্বল করার কয়েকটি কৌশল!

  • মানুষের শরীরের অন্যান্য অংশ সবসময় জামা কাপড় দিয়ে ঢাকা থাকলেও রোদ, তাপ ও ধুলোবালিও পোহাতে হয় এই বেচারা হাত পা কেই! হাত পায়ের কালচে ভাব দূর করে উজ্জ্বল করে তুলতে কাঁচা দুধের কোনো বিকল্প নেই। কাঁচা দুধ তুলোর টুকরোয় মাখিয়ে হাতে পায়ে মেখে বসে থাকুন অন্তত ১০ মিনিট। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। প্রতিদিন ব্যবহার করলে আপনি খুব অল্প কিছুদিনের মধ্যেই পাবেন উজ্জ্বল হাত-পা।
  • আমরা জানি লেবুর রসে আছে এমন এক ধরনের সাইট্রিক অ্যাসিড,যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে।নিয়মিতভাবে লেবুর রস হাত পায়ে ব্যবহার করলে হাত পাও হয়ে উঠবে মুখের মতই উজ্জ্বল। ৩-৪ ফোটা লেবুর রস তুলোয় করে হাতে আর পায়ে লাগিয়ে নিন আর রেখে দিন প্রায় ১০ মিনিট মতো। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। রাতের বেলায় লেবুর রস লাগিয়ে রাখুন, কারণ  আপনি রোদের মধ্যে গেলে ত্বকের রঙ নষ্ট হয়ে যেতে পারে।
  • মধু ও শসার রস একসাথে মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন। আপনার হাত পা শুধু উজ্জ্বলই হবে না, বরং হাত পায়ের খসখসে ভাব দূর করে তাকে করে তুলবে কোমল ও মসৃণ। ৩ চামচ মধু,৫ চামচ শসার রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ হাতে আর পায়ে মাখিয়ে হাল্কা হাতে ম্যাসাজ করে নিন। তারপর ধুয়ে নিন। এটা সপ্তাহে দু’দিন করুন।
  • রূপচর্চায় টম্যাটো ব্যবহার হয়ে থাকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে-জানেন নিশ্চয়ই? তাই আপনার হাত-পায়ের কালচে ভাব দূর করে এগুলোকে উজ্জ্বল ও চকচকে করে তুলতে টম্যাটো তো ব্যবহার আপনাকে করতেই হবে! গোটা একটা টম্যাটো পেস্ট করে সেটি হাতে ও পায়ে লাগিয়ে রাখুন টানা ১৫ মিনিট। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। অল্প কদিনের মধ্যেই পরিবর্তনটা আপনি নিজেই টের পাবেন!
  • ৩ টেবিল চামচ মুসুর ডাল,দুধ বা দই দিয়ে বেটে নিয়ে পেস্ট তৈরি করে তা হাত ও পায়ে লাগান। এভাবে অন্তত ১৫/২০ মিনিট বসে থাকুন সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত। এটি আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে তো বটেই, সেই সাথে হাত-পায়ের মরা চামড়াকেও সারিয়ে তুলতে সাহায্য করবে।

তাহলে জেনে নিলেন তো মুখের মতো হাত ও পায়ের সৌন্দর্য বজায় রাখবেন কিভাবে, এবার নিশ্চয়ই আর পছন্দের স্লিভলেস কিংবা জুতো কিনতে কোনো দ্বিধাদ্বন্দ্বে  ভুগবেন না? তাহলে চটজলদি ত্বকের হাল ফেরান, আর হয়ে যান সুন্দর হাত ও পায়ের অধিকারী।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes