jamdani

স্টেট ব্যাঙ্কে ৩৮৫০ সার্কেল অফিসার

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) সার্কেল বেসড অফিসারের ৩৮৫০ টি পদের জন্য অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নম্বর CRPD/ CBO/ 2020-21/ 20, নির্বাচিত প্রার্থীরা ছয় মাসের জন্য প্রবেশনে থাকবেন। নির্বাচিত প্রার্থীদের কেবলমাত্র প্রয়ােগকৃত সার্কেলে পােস্ট করা হবে। যে সমস্ত প্রার্থীর আবেদনের আগ্রহী তারা বিস্তারিত দেখে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে পারেন।

শূন্যপদ: ৩৪৫০ (অসংরক্ষিত-১৫৭৪, এসসি -৫৭৩, এসটি -২৮৫, ওবিসি -১০৩৫, EWS – ৩৮৩, প্রতিবন্ধী-১৫৫)।

শিক্ষাগত যােগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের যােগ্যতা। সর্বনিম্ন ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ০১/০৮/২০২০ এর হিসেবে ব্যস হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতন : ২৩,৭০০-৪২,০২০ টাকা।

প্রার্থী বাছাই: শর্টলিস্টিং এবং সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। তবে, লিখিত পরীক্ষা ব্যাঙ্ক আয়ােজিত করতে পারে।

আবেদনের ফি: প্রার্থীদের আবেদন ফি বাবদ ৭৫০ / – টাকা দিতে হবে। ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অনলাইন মােডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে। এসসি / এসটি/ পিডাডির প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফির প্রযােজনীয়তা নেই।

আবেদন পদ্ধতি: আগ্রহী এবং যােগ্য প্রার্থীরা কেবলমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন (লিঙ্কটি নীচে দেখুন)

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু হওয়ার তারিখ: ২৭ জুলাই ২০২০

অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ:১৬ অগাস্ট ২০২০

গুরুত্বপূর্ণ লিংক: https://recruitment.bank.sbi/crpd-cbo-2020-21-20/apply

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes