jamdani

স্কিন ভালাে রাখতে চান ঘরােয়া উপায়ে ?

১. গ্রিন টি ওয়াটার অ্যান্ড হানি ফেস প্যাক

  • ১ কাপ ঠান্ডা করা গ্রিন টি ওয়াটার, ২ চামচ রাইস ফ্লাওয়ার, ১/২ চামচ হানি ভাল করে মিক্স করে স্কিনে অ্যাপ্লাই করুন, ২০ মিনিট বা তার বেশিক্ষণ লাগিয়ে রাখুন যতক্ষণ না পুরােপুরি শুকিয়ে যাচ্ছে।
  • সার্কুলার মােশনে মাসাজ করে মাস্ক তুলুন। এতে যেমন ডেড স্কিন সেল রিমুভ হবে তেমনই স্কিন টোন সমান হবে।
  • ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক ফর্সা হবে এবং সমান টোন লাভ করবে।
  • প্রতিদিন সকালে স্নানের আগে প্যাকটি ব্যবহার করুন। গ্রিন টি-তে থাকা অ্যান্টি অক্সিডেন্টস স্কিন থেকে ফ্রি র্যাডিকলস এবং টক্সিনস বের করে দেবে। হানি স্কিন টেক্সচার উন্নত করবে, ময়েশ্চারাইজড রাখবে স্কিনকে। রাইস ফ্লাওয়ার খুব ভাল স্ক্রাবার হিসেবে কাজ করবে।

 

২. ওটস অ্যান্ড লেমন ফেস প্যাক

  • ১ টেবলচামচ ওটস সেদ্ধ করে পিষে নিন এবং এতে মেশান ১ টেবলচামচ লেমন জুস। মিশ্রণটি মুখে লাগান।
  • ২০ মিনিট রেখে শুকিয়ে যেতে দিন।
  • ঠান্ডা জলে ধুয়ে পরিষ্কার এবং নরম তােয়ালে দিয়ে হালকা চাপে মুছে নিন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes