jamdani

সোনাক্ষীর স্বপ্নপূরণ

এত দিনে স্বপ্নপূরণ হল তাঁর। সম্পূর্ণ নিজের রোজগারে নতুন ফ্ল্যাট কেনার আনন্দকে এভাবেই ব্যাখ্যা করেছেন ‘দাবাং-থ্রি’ নায়িকা সোনাক্ষী সিনহা। সম্প্রতি বান্দ্রায় একটি চার বেড্রুমের ফ্ল্যাট শুধু কিনেই ফেলেননি তিনি। স্বপ্নের সেই ফ্ল্যাটটিকে ইন্টিরিয়র ডিজাইনার, আর্ট ডিরেক্টর রুপিন সূচককে দিয়ে মনের মতো করে সাজিয়েও ফেলেছেন সোনাক্ষী। এমনিতে বাবা-মা পরিবারের সঙ্গে থেকে সময় কাটাতে তাঁর কোনও সমস্যাই নেই। কিন্তু তা হলেও মনে মনে এক নিরুচ্চার স্বপ্ন বুনে চলেছিলেন তিনি। আজ থেকে ১০ বছর আগে সলমন খানের সঙ্গে জীবনের প্রথম ছবি ‘দাবাং’ শুরু করার সময়ই নায়িকা ভেবে রেখেছিলেন, তাঁর ৩০ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি কিনে ফেলবেন তাঁর নিজের উপার্জনে একটি মনের মতো ফ্ল্যাট। যা এই মুহূর্তে নিজে করে উঠতে পেরেছেন নায়িকা। তবে একটাই আফশোস, মনে মনে তাঁর প্রতিজ্ঞা ছিল নিজের ৩০ বছরের মধ্যেই করে ফেলবেন তাঁর স্বপ্নপূরণ। কিন্তু করোনা পরিস্থিতি তাতে বাধ সাধলেও, মনের বাসনা যে শেষমেশ বাস্তবায়িত করতে পেরেছেন তিনি, তা ভেবেই মহা খুশি সোনাক্ষী।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes