jamdani

সুশান্ত কেস-এ বিস্ফোরক তাপসী পান্নু

১ সেপ্টেম্বর: আড়াই মাস থেকেই সুশান্তের রহস্যজনক মৃত্যু নিয়ে বেশ কঠিন সময় দেখেছে বলিউড। এবার সেখানে মন্তব্য করে বসলেন তাপসী পান্নু, ”সুশান্তের মৃত্যুকে নিয়ে যেন সার্কাস চলছে”। নেপোটিজম থেকে শুরু করে গ্যাং বিতর্ক, মুম্বাই পুলিশ। মন্তব্য, পালটা মন্তব্যে বাদ যাচ্ছে না কিছুই। সুশান্তের ব্যক্তিগত জীবন নিয়েও কম কাঁটাছেড়া চলছে না। সবখানেই এখন জ্বলন্ত ইস্যু সুশান্ত। বিগত আড়াই মাসে সুশান্ত রাজপুতের আত্মহত্যা নিয়ে যেভাবে আলোচনা হয়েছে। অতীত ঘাটলেও বোধহয় এরকম চর্চিত নিউজ পাওয়া যাবে না! আর এখানেই আপত্তি জানিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। তার সপাট মন্তব্য ‘যেন সার্কাস চলছে’!

সম্প্রতি সংবাদমাধ্যমে মন্তব্য করেছিলেন, ”সুশান্তের মৃত্যুতে তিনি যারপরনাই দুঃখিত। কারওর মৃত্যুকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে তিনি নারাজ। আজকাল যেটা অনেকেই করছেন। সুশান্ত একজন দক্ষ অভিনেতা, কিন্তু এখন তাঁর ব্যক্তিগত জীবন, ফ্যামিলি, রিলেশন, লাইফস্টাইল…আরও অনেককিছু নিয়েই চর্চা হচ্ছে”। কারোর নাম না করেই তিনি যে কঙ্গনা রানাউতকে বিঁধেছেন, সেটা আলাদা করে বলতে হয় না।

কিছুদিন আগে সুশান্ত ইস্যুতে মূল অভিযুক্ত প্রেমিকা রিয়া চক্রবর্তীর সমর্থনে একটি টুইট করেছিলেন। তাঁর বক্তব্য ছিল,”এখনও কেউ দোষী প্রমাণিত হয়নি।দেশের আইনব্যবস্থার উপর আস্থা রাখুন। সুশান্তের সঙ্গে সঙ্গে ন্যায় হোক রিয়ারও”। ‘মিডিয়া  ট্রায়ালের’ বিরুদ্ধে বেশ লম্বা পোস্ট করেছিলেন অভিনেত্রী লক্ষী মাঞ্চুর। সেটি শেয়ার করেই সমর্থন করেছেন তাপসী পান্নু।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes