jamdani

সুন্দর নখ পাবেন কি করে?

উজ্জল নখ কে না চায়? কিন্তু নথের ঔজ্জ্বল্য বাড়াতে সঠিক পরিচর্যা দরকার অবশ্যই। এছাড়াও বাড়তি যত্ন নেওয়ার জন্য বাড়িতেই করে নিতে পারেন ঘরােয়া উপটান।

  • অল্প গরম আমন্ড তেলও শীতের রুক্ষতায় নথের আদ্রর্তা বজায় রাখতে সাহায্য করে।
  • মূলতানি মাটি, কমলালেবুর খােসা, দুধ, মধু, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ও জিরেনিয়াম অয়েল দিয়ে প্যাক তৈরি করে নখ ও তার চারপাশে লাগান। প্রযােজনে পুরাে প্যাকটি পুরাে হাত বা পায়ের পাতাতেও লাগিয়ে নিতে পারেন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।
  • অনেক সময়ই রান্না বা খাওয়ার সময় হলুদের দাগ নথে বসে যায়। নথের হলুদ ছােপ তুলতে আলুর রসে পাতিলেবুর রস মিশিয়ে লাগান।
  • গােলাপের পাপড়ি বাটা, দুধের সর, মধু ও কাঁচা হলুদ বাটার প্যাক হাত পায়ের নখ ও চারপাশের চামড়ার রুক্ষতা, খড়ি ওঠা দূর করতে খুব ভাল ফলদায়ক।
  • গ্লিসারিনে কমলালেবুর রস মিশিয়ে মাখলেও নখের আদ্রর্তা ঠিক থাকে। বিভিন্ন এসেনশিয়াল অযেলের ব্যবহার নখ ভাল তাে রাথেই, নানা সমস্যা থেকেও মুক্তি দিতে পারে। গ্লিসারিন ও গােলাপজলের মিশ্রণে জিরেনিয়াম এবং ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে রাখুন। মিশ্রণটি দিনে দু’বার নথে ব্যবহার করুন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes