jamdani

সিক্যুয়েল নিয়ে ভাবনায় ‘রাম লক্ষণ’

সুভাষ ঘাই পরিচালিত সুপার-ডুপার হিট ‘রাম লক্ষণ’ ছবির ৩২ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে ছবির প্রযোজক-পরিচালক ঘাই মনস্থির করেছেন, ছবির সেই ম্যাজিক সাফল্যকে কাজে লাগিয়ে ছবির দুই হিরো জ্যাকি শ্রফ আর অনিল কাপুরকে নিয়েই এবার তিনি বানাবেন তাঁর পরের ছবি ‘রাম চাঁদ কৃষাণ চাঁদ’। যদিও আজ থেকে ৩২ সাল আগে, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত জ্যাকি-অনিল, ডিম্পল কাপাডিয়া, মাধুরী দীক্ষিত অভিনীত ছবির মতো সুপার সাফল্য পাবে কিনা সুভাষের নতুন ছবি, সেই নিয়ে অনেকেই সন্দিহান।

তবে ৩২ বছর আগের সেই ছবিতে কাজের অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে দারুণই স্মৃতিমেদুর ছবির এক হিরো জ্যাকি শ্রফ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ‘ওই আইকনিক ছবিটা আমার কেরিয়ারের সেরা ছবির মধ্যে শুধু একটা ছবিই নয়, ওই ছবিতে ছিল যাবতীয় মশালা, ড্রামা, রোম্যান্স, কমেডি, ইমোশন, ট্র্যাডেজি ছাড়াও আরও অনেক কিছু। বিপরীত মেরুর দুই ভাইয়ের মধ্যেকার বন্ধন, ভালোবাসা এমন চমৎকারভাবে তিনি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন, তা এক কথায় অসাধারণ। আমি তো মনে করি, আমার কেরিয়ার বদলে দিয়েছে সুভাষজির এই ছবি।‘

ছবির অন্য হিরো অনিল কাপুর প্রসঙ্গে বলতে গিয়ে জ্যাকি জানান, ‘আসলে অনিল আমার চেয়ে বয়সে বড়। কিন্তু ছবিতে যখন অভিনয় করতাম, সে ক্ষেত্রে হত উল্টো। আমাকেই ওর দাদা সাজতে হত। যদিও শ্যুটিং ছেড়ে বাস্তব জগতে ফিরতে, অনিল আমার উপর দাদাসুলভ আচরণ করতে ভুল করত না।‘

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes