jamdani

সিউইড সিড ফেসিয়াল

যতই হাই এন্ড মেকআপ করে লুক চেঞ্জ করা হােক না কেন, স্কিন যদি ইটসেল্ক সুন্দর আর নিখুঁত না হয়, তাহলে সবটা সৌন্দর্য ফুটে ওঠা সম্ভব নয়। চোখের শেপ অনুযায়ী আই মেকআপ, মুখের গড়ন, নাকের ধরন অনুযায়ী মেকআপ অবশ্যই বিউটি এনহ্যান্স করে, কিন্তু মুখের অসংখ্য ডার্ক স্পট, ব্লেমিশেস কিংবা রিঙ্কলস, ফাইন লাইনস অথবা অতিরিক্ত ড্রাই স্কিন প্রভৃতি সমস্যা থাকলে মেকআপ করাটা ততটা ইজি থাকে না।
সুন্দর মেকআপের জন্য ওয়েল ব্যালান্সড স্কিন দরকার। এমনই একটি আধুনিক ফেসিয়াল হল সিউইড সিড ফেসিয়াল। সারা বিশ্বে এই ফেসিয়াল এখন সমাদৃত। তবে এই সিউইডের উপকারিতা প্রাচীন যুগের মানুষও জানত। সমুদ্রের থেকে পাওয়া এই সিউইডের নিরাময় ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল ছিল বলেই প্রাচীন রােমান, ইজিপসিয়ান, পলিনেসিয়ান এবং গ্রিকরা এর ব্যবহার করত। সাধারণভাবে ফেসিয়ালে যে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করা হয়, তার থেকে অনেক বেশি কাজ একাই করে দেয় সিউইড মাস্ক। আয়ােডিন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং প্রচুর পরিমাণে ভিটামিন যুক্ত সিউইড স্কিনের স্বাস্থ্যের জন্য অসম্ভব । উপকারী। এটি স্কিনের সৌন্দর্য ফিরিয়ে আনে লহমায়।

সিউইড বেনিফিটস

  • সিউইডে থাকা নিয়াসিন স্কিন কমপ্লেকশন ব্রাইট করে
  • এতে থাকা ভিটামিন A এবং B হাইপারপিগমেন্টেশন কমায়, ফলে স্কিন হয়ে ওঠে দাগবিহীন।
  • স্টাডি করে দেখা গেছে যে সিউইডে এমন কিছু কম্পাউডস প্রাকৃতিকভাবেই থাকে, যা স্কিনের ওপর ইউ ভি রেডিয়েশনের প্রভাবগুলির সঙ্গে লড়াই করে
  • ভিটামিনসমৃদ্ধ হওয়ায় সিউইড কোলাজেন প্রােডাকশনে সাহায্য করে। এর ফলে স্কিন হয়ে ওঠে তারুণ্যে ঝলমলে
  • ক্লিনিক্যালি প্রমাণিত যে সিউইড স্কিনকে ফ্রি র্যাডিকেলস-এর হাত থেকে প্রােটেক্ট করে এবং স্কিনকে হাইড্রেট করে। যার ফলে এজিং-এর লক্ষণগুলিকে মুছে দিতে সাহায্য করে। এতে থাকা অ্যামাইনাে অ্যাসিডের অ্যান্টি-এজিং গুণাগুণ ফাইন লাইনস কমাতে সাহায্য করে।
  • আয়ােডিন কনটেন্ট থাকার ফলে খুব ভালাে এক্সফোলিয়েটর এবং ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে সিউইড। এটি ডেড সেল পরিষ্কার করে স্কিনকে করে তােলে ঝকঝকে, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল।
  • স্কিন ময়েশ্চারাইজ করে। এতে থাকা আয়ােডিন নর্মাল স্কিন মেনটেন করতে সাহায্য করে এবং জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম স্কিনকে সুন্দর করে তােলে।
  • সিউইড এমন কিছু হিউমেকটেন্টস-এ ভরপুর, যা পরিবেশ থেকে স্কিনে ময়েশ্চার শুষে নিতে সাহায্য করে এবং এতে থাকা ভিটামিন E স্কিনকে হাইড্রেট করে
  • প্রচুর ভিটামিন B সমৃদ্ধ সিউইড অ্যাকনে রিলেটেড ইনফ্লামেশন কমাতে সাহায্য করে
  • কিছু রিপাের্টে দেখা গেছে, সিউইড মেমব্রেনের স্ট্রাকচার রি-অর্গানাইজ করতে সক্ষম। যার ফলে স্কিন হয়ে ওঠে আরও হেলদি অ্যান্ড পারফেক্ট সুতরাং বােঝাই যাচ্ছে, বিভিন্ন গুণে ভরপুর এবং মাল্টিটাস্কার সিউইড ফেসিয়াল মাস্ক, পুজোর আগে দিতে পারে কাঙিক্ষত সৌন্দর্য।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes