jamdani

সারার পর এবার ইব্রাহিমও বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে, জানালেন সইফ আলি খান

বেশ কিছু বছর হলো সারা আলি খান ডেবিউ করেছেন বলিউডে। এবার আসতে চলেছেন ইব্রাহিম আলি খানও। এমনটাই জানালেন বলিউড তারকা সইফ আলি খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন, ‘ইব্রাহিমের অবশ্যই বলিউডে আসা উচিৎ। ও দেখতে হ্যান্ডসাম। বলব আমার চেয়েও সুন্দর। প্রতিভাবানও, তবে বয়স কম। আমি চাই, সে আরও পড়ুক, শেষ করুক ইউনিভার্সিটির পড়া। তারপর অভিনয়ে নামুক।’


প্রসঙ্গত মেয়ে সারা আলি খান আগেই বলিউডে বেশ কয়েকটা ছবি করেছেন। সইফ নিজেও অভিনেতা, মা সুন্দরী শর্মিলা ঠাকুর জনপ্রিয় অভিনেত্রী। তাই ছেলেও যে অভিনয় জগতে আসুক, এটাই চান সইফ।

সইফকে বড়পর্দায় শেষবার দেখা গিয়েছে ‘জওয়ানি জানেমন’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তব্বু ও আলায়াকে। ‘দিল বেচারা’-তেও ক্যামিও চরিত্রে দেখা যায় সইফকে। এরপর তিনি ‘ভূত পুলিশ’এবং রানি মুখোপাধ্যায়ের বিপরীতে ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতেও অভিনয় করবেন। এছাড়া প্রভাসের সঙ্গে ‘আদিপুরুষ’ ছবিতেও দেখা যাবে সইফকে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes