jamdani

সারাদেশের AIIMS-এ ৩৮০৩ নার্সিং অফিসার নিয়ােগ

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইএমএস নিউ দিল্লি) নার্সিং অফিসারের ৩৮০৩ পদের জন্য অনলাইন আবেদনের জন্য আমন্ত্রণ। জানিয়েছে। নার্সিং অফিসার নিযােগের জন্য সাধারণ যােগ্যতা। পরীক্ষা(নর্সেট) ২০২০া শূন্যপদগুলি ভারত জুড়ে অবস্থিত বিভিন্ন অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) ইনস্টিটিউটের জন্য।

শূন্যপদ: ৩৪০৩

শিক্ষাগত যােগ্যতা: যে কোনও ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনাে ইনস্টিটিউট থেকে বিএসসি নার্সিং অথবা GNM ডিপ্লোমা। বয়স: ১৪/০৮/২০২০ এর হিসেবে ব্যস হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির বয়সের ঊর্ধ্বসীমায ছাড় পাবেন।

বেতন: মূল বেতন ৯৩০০-৩৪৮০০ টাকা, গ্রেড পে ৪৬০০ টাকা।

প্রার্থী বাছাই:প্রার্থীদের বাছাই হবে ২০২০ সালের ১ সেপ্টেম্বর অনলাইনে (সিবিটি) পরীক্ষার মাধ্যমে। ২০০টি MCQ টাইপের প্রশ্ন থাকবে (১৮০টি বিষয় ভিত্তিক ও ২০টি জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপ্টিটিউড),মােট ২০০ নম্বরের পরীক্ষা, সময় থাকবে ৩ ঘন্টা।

আবেদনের ফি: প্রার্থীদের আবেদন ফি বাবদ ১৫০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও ইডক্লএস প্রার্থীদের ১২০০ টাকা। ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অনলাইন মােডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে। পিডাডির প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফির প্রযােজনীয়তা নেই।

আবেদন পদ্ধতি:আগ্রহী এবং যােগ্য প্রার্থীরা কেবলমাত্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ। মেডিকেল সায়েন্সেস এর অফিসিয়াল ওযেবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন (লিঙ্কটি নীচে দেখুন)।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন শুরু হওয়ার তারিখ: ০৫ অগাস্ট ২০২০ অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ:১৮ অগাস্ট ২০২০

গুরুত্বপূর্ণ লিংক:
অনলাইন আবেদন এর লিংক: http://nursingofficer.aiimsexams.org/

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes