jamdani

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ- নাতাশা

প্রথমে প্রেমে প্রত্যাখ্যান, পরে বিয়ে পথে হাঁটার সিদ্ধান্ত অভিনেতা বরুণ ধওয়ান ও তাঁর প্রেমিকা নাতাশা দালালের। বলি পাড়ায় কান পাতলেই শেনা যাচ্ছিল এ বছরের শেষেই এই জুটি গাঁটছড়া বাঁধতে চলেছে। কিন্তু করনাকালীন পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা আপাতত স্থগিত। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই অভিনেতা জানান, ” অনেকগুলো বছর একসঙ্গে থাকার পর বিয়েটা খুবই স্বাভাবিক বিষয়। আমার দাদা-বৌদিকে দেখে বিয়ের কথা মনে হয়েছিল। অপর একটি কারণ, আমার ভাইঝি নাইরা। তাকে যখন দেখি, তখন মনে হয় বিয়েটা ভালো। আর তাছাড়া একটা সময়ের পর  বাড়ির সকলের সঙ্গে সময় কাটানোর অনুভূতি ভিন্ন। তাই এই সিদ্ধান্ত আমাদের দু’জনের।”

সম্প্রতি করিনা কপূর খানের একটি শোয়ে এসেছিলেন বরুণ। সেখানেই স্ম্তির পাতা উল্টে তাঁর ছোটবেলার প্রেম নাতাশা সম্পর্কে অনেক কথাই শেয়ার করেন। কী ভাবে তিনি প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিলেন, সে কথাও ফাঁস করেছেন তিনি।
ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই বরুণ-নাতাশা একে অপরকে চিনতেন। কিন্তু তখন তাঁরা নিছকই বন্ধু ছিলেন বলে জানান অভিনেতা। এছাড়াও তিনি জানান, ‘ক্লাস টুয়েলভে পড়ার সময়ে নাতাশার প্রেমে পড়ি। বাস্কেটবল ম্যাচের প্র্যাকটিসের সময় নাতাশা দূর থেকে হেঁটে আসছিল। তখনই প্রথম প্রেম অনুভব করেছিলাম।’ পর্দায় নায়িকাদের মন জয় করতে এই অভিনেতার জুড়ি নেই। কিন্তু বাস্তবের প্রেমিকাকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছে। ‘নাতাশা ৩-৪ বার রিজেক্ট করেছিল আমাকে। তবে হাল ছাড়িনি’।  তার পরই একে অপরের প্রেমে আবদ্ধ হয়। দীর্ঘ সময় লিভ-ইন রিলেশনেও থাকেন তাঁরা।  আর সেই রিলেশনের পরেই এই সিদ্ধান্ত।

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes