jamdani

সলমন খান জুহি চাওলাকে বিয়ে করতে চেয়েছিলেন একসময়

জুহি চাওলা হ্যাপিলি ম্যারেড লাইফ কাটাচ্ছেন জয় মেহতার সঙ্গে। আর অন্যদিকে সলমন খান এখনও বলিউডের এলিজেবেল ব্যাচলার। আর যদি সব কিছু ঠিক থাকত, তাহলে এই দুই স্টার সুখী বিবাহিত দম্পতি হতে পারতেন।
লাক্স গার্ল জুহি চাওলা আজ ৫৩ বছরে পা রাখলেন। আর তাই শেয়ার করলেন কিছু মজার স্মৃতি। আরও বললেন, সলমন খান বাবার কাছে গিয়েছিলেন তাঁর হাত চাইতে।

একটা পুরনো সাক্ষাৎকারে সলমন বলেছিলেন, ‘জুহি খুব মিষ্টি । আমি তো তাঁর বাবার কাছে পর্যন্ত চলে গিয়েছিলাম’। তারপর তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে হলো না কেন? একটূ হেসে জানিয়েছিলেন, ‘হয়ত তাঁর দেওয়া প্রস্তাব পছন্দ হয়নি’।

কেরিয়ারের টপ সময়ে জুহি লুকিয়ে বিয়ে করেছিলেন জয় মেহতাকে। শুধু মাত্র কিছু মানুষ জানত এই বিয়ের ব্যাপারটা। পরে এক ইন্টারভিউয়ে জুহি বলেন যে, ‘আমি আমার কেরিয়ার হারিয়ে ফেলার ভয় পাচ্ছিলাম’।

এবারের জন্মদিনে তাঁর ফ্যান-দের বললেন গাছ লাগানোর কথা, যাতে তাঁদের ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। লকডাউনের জন্যে এবারই ফ্যামিলির সঙ্গে জন্মদিন এবং দীপাবলি সেলিব্রেট করতে পারছেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes